নিট-তথ্য ফাঁসে চিঠি দিলেন রাহুল

গুজরাত ক্যাডারের ওই আমলার কাছে কংগ্রেস সভাপতির আবেদন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার প্রশ্নে কড়া ব্যবস্থা নিক সিবিএসই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ০৪:০৪
Share:

রাহুল গাঁধী। —ফাইল চিত্র।

চলতি বছরে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা (নিট)-য় বসা পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য কী ভাবে ফাঁস হল, তা তদন্ত করে দেখার জন্য সিবিএসই চেয়ারপার্সন অনিতা কারওয়ালকে চিঠি দিলেন রাহুল গাঁধী। গুজরাত ক্যাডারের ওই আমলার কাছে কংগ্রেস সভাপতির আবেদন, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার প্রশ্নে কড়া ব্যবস্থা নিক সিবিএসই।

Advertisement

নিট পরীক্ষায় বসার আবেদনে পরীক্ষার্থীদের নাম, ঠিকানা, ই-মেল, মোবাইল নম্বর দিতে হয়েছিল। অভিযোগ, পরীক্ষার্থীদের সেই সব ব্যক্তিগত তথ্য খোলা বাজারে ফাঁস হয়ে গিয়েছে! মাত্র কয়েক লক্ষ টাকার বিনিময়ে ওই তথ্য কিছু কোচিং প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে নিট পরীক্ষার সঙ্গে যুক্ত কিছু আধিকারিকের বিরুদ্ধে। যার ফায়দা নিচ্ছে বিভিন্ন কোচিং সংস্থাগুলি। জনে জনে ফোন করে অকৃতকার্য ছাত্রছাত্রীদের কোচিং ক্লাসে ভর্তি হওয়ার জন্য আবেদন জানাচ্ছে তারা। রাহুলের কথায়, ‘‘গোটা দেশে প্রায় দু’লক্ষ পরীক্ষার্থীর তথ্য ফাঁস হয়েছে! এত বড় মাপের তথ্য ফাঁসের ঘটনায় আমি স্তম্ভিত।’’

যে ভাবে কোচিং সংস্থাগুলির হাতে ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারের তথ্য তুলে দেওয়া হয়েছে, তাতে পরীক্ষার্থীদের ব্যক্তিপরিসরের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তিনি। রাহুলের কথায়, ‘‘ওই ঘটনা বুঝিয়ে দিচ্ছে, ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ সিবিএসই।’’

Advertisement

চলতি বছরে এমনিতেই দশম ও দ্বাদশ শ্রেণির প্রশ্ন ফাঁসের কারণে অস্বস্তিতে সিবিএসই কর্তৃপক্ষ। তার উপরে এ বার নিট-এ বসা পরীক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ায় সিবিএসই-র যোগত্যা নিয়েই প্রশ্ন তুলেছেন রাহুল। সিবিএসই-র প্রধানকে চিঠিতে তিনি লিখেছেন, ‘এত বড় মাপের তথ্য ফাঁসের পরে স্বভাবতই প্রশ্ন উঠছে যে ওই কেন্দ্রীয় বোর্ডের দেশব্যাপী পরীক্ষা পরিচালনা করার ক্ষমতা আদৌ রয়েছে কিনা’ দোষীদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি দেওয়ারও দাবি তুলেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন