কেরল-ত্রাণ নিয়ে তির রাহুলের

রাহুলের মতে, ‘‘কেউ যদি কেরলের যন্ত্রণা কমাতে কোনও শর্ত ছাড়াই টাকা পাঠান তবে তা নিতে আমার অন্তত কোনও আপত্তি নেই।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০১৮ ০৫:১২
Share:

অভিনন্দন: বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠানোর পরে দলীয় কর্মীদের শুভেচ্ছা জানাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কোচিতে। ছবি: পিটিআই।

কেরলে বন্যায় ক্ষতিগ্রস্তদের নরেন্দ্র মোদী সরকার উপযুক্ত সাহায্য করছে না বলে দাবি করলেন রাহুল গাঁধী। তাঁর মতে, কেরলের জন্য বিদেশি আর্থিক সাহায্য নেওয়ায় তাঁর অন্তত কোনও
আপত্তি নেই।

Advertisement

বন্যাবিধ্বস্ত কেরলে দু’দিনের সফরে এসেছেন রাহুল। আজ ওয়েনাড় জেলা সফর করেন তিনি। কংগ্রেস সভাপতির মতে, ‘‘কেন্দ্রের সাহায্য পাওয়া কেরলের মানুষের অধিকার। কিন্তু কেন্দ্র তেমন সাহায্য দেয়নি দেখে আমি ব্যথিত।’’ কেরলের মানুষের জন্য সংযুক্ত আরব আমিরশাহি-সহ
কয়েকটি দেশ সাহায্য পাঠাতে চাইলেও রাজি হয়নি মোদী সরকার। রাহুলের মতে, ‘‘কেউ যদি কেরলের যন্ত্রণা কমাতে কোনও শর্ত ছাড়াই টাকা পাঠান তবে তা নিতে আমার অন্তত কোনও আপত্তি নেই।’’

রাহুলের দাবি, ত্রাণশিবির ঘুরে তাঁর মনে হয়েছে রাজ্য সরকারের সাহায্য নিয়েও ক্ষতিগ্রস্তেরা খুব খুশি নন। তাঁর কথায়, ‘‘রাজ্য সরকারের ক্ষতিপূরণ দ্রুত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছনো উচিত।’’ এ নিয়ে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গেও বৈঠক করেছেন রাহুল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement