National News

‘আমার বিয়ে হয়ে গিয়েছে’

দু’দিনের সফরে হায়দরাবাদে গিয়ে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার ওই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি।

Advertisement

সংবাদ সংস্থা

হায়দরাবাদ শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ১৭:৪৫
Share:

কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। -ফাইল চিত্র।

তাঁর বিয়েটা হয়ে গিয়েছে।

Advertisement

নিজেই সে কথা জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। কার সঙ্গে তিনি আবদ্ধ হয়েছেন বিবাহ-বন্ধনে, সে কথাও গোপন রাখেননি রাহুল। বলেছেন, ‘‘আমার দলের (কংগ্রেস) সঙ্গেই আমার বিয়েটা হয়ে গিয়েছে।’’

দু’দিনের সফরে হায়দরাবাদে গিয়ে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার ওই মন্তব্য করেন কংগ্রেস সভাপতি।

Advertisement

ওই সময় তিনি পূর্বাভাস দেন, ‘‘২০১৯ সালে আর প্রধানমন্ত্রী হতে পারছেন না নরেন্দ্র মোদী।’’

আরও পড়ুন- ‘চোখে চোখ রাখার ক্ষমতা নেই মোদীর’

আরও পড়ুন- বিরোধী ঐক্যের প্রচার করতে নির্দেশ রাহুলের​

কী ভাবে ওই পূর্বাভাস দিচ্ছেন?

রাহুলের দাবি, ‘‘দেশে আগামী বছর যে সাধারণ নির্বাচন হওয়ার কথা, তাতে শাসক জোটের প্রধান শরিক দল বিজেপি কোনও ভাবেই লোকসভায় ২৩০টির বেশি আসন পাবে না। তাই নরেন্দ্র মোদীরও আর প্রধানমন্ত্রী হওয়ার কোনও সম্ভাবনা নেই।’’

কেন লোকসভায় ২৩০টির বেশি আসন পাবে না বিজেপি?

কংগ্রেস সভাপতির যুক্তি, ‘‘বিহার ও উত্তরপ্রদেশে অ-বিজেপি দলগুলি যে জোট গড়েছে, তার জন্যই আসন্ন সাধারণ নির্বাচনে লোকসভায় বিজেপির আসন-সংখ্যা কমে যাবে।’’

তবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, সেই প্রশ্নটি কৌশলে এড়িয়ে গিয়েছেন রাহুল। বলেছেন, ‘‘সেটা আমরা তখন ঠিক করে নেব।’’

রাজ্যে তাঁর দল কোন কোন দলের সঙ্গে নির্বাচনী আঁতাতে যাবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দলের প্রদেশ ইউনিটগুলির ওপরেই ছেড়ে দিতে চান কংগ্রেস সভাপতি। তাঁর জোরালো বিশ্বাস, ‘‘তেলঙ্গানায় কংগ্রেস ক্ষমতায় আসবে। অন্ধ্রপ্রদেশেও ভাল ফল করবে কংগ্রেস।’’

২০১৪ সালে অন্ধ্র বিধানসভায় একটি আসনও পায়নি কংগ্রেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন