প্ল্যাটফর্ম থেকে তখন মাত্র ৩০ মিনিট দূরে হায়দরাবাদ ডেকান এক্সপ্রেস। আচমকাই প্রসব বেদনা শুরু হল এক মহিলার। ট্রেনেই জন্ম দিলেন এক সন্তানের। শুধুমাত্র সেই মহিলা এবং সন্তানের চিকিৎসার জন্য দূরপাল্লার ট্রেনকে স্টেশনে দাঁড় করিয়ে রাখা হল ১০ মিনিট। ওই স্টেশনে ট্রেনটি দাঁড়ানোর কথাই ছিল না। ঘটনাটি ঘটেছে শনিবার মধ্যপ্রদেশের ভোপালের বীনা স্টেশনে। এই কাজের জন্য রেলের তরফে নগদ ৫০০০ টাকা পুরস্কারও পেয়েছেন বীনা-র স্টেশনমাস্টার মহেন্দ্র সিংহ।
আরও পড়ুন: যুদ্ধে ওড়ার ডানা পেলেন ভাবনা, আভানি, মোহনা
রেল সূত্রের খবর, এক দম্পতি এই ট্রেনে যাচ্ছিলেন। ২৪ বয়সী সবিতা অন্তঃসত্ত্বা ছিলেন। মাঝরাস্তাতেই তাঁর হঠাৎ প্রসবযন্ত্রণা শুরু হয়। খবর পেয়ে ট্রেনে উপস্থিত কর্মচারীরা তাঁর কাছে চলে আসেন। কিন্তু ট্রেনে কোনও চিকিৎসকের সন্ধান পাওয়া যায়নি। পরবর্তী স্টেশনে পৌঁছতেও অনেকটা সময় লাগত। তখনই বীনা স্টেশনে ট্রেনটিকে দাঁড় করানোর সিদ্ধান্ত নেন রেলকর্তারা। ওই ট্রেনটি বীনা স্টেশনে দাঁড়ায় না। ফোন করে খবর দেওয়া হয় স্ত্রীরোগ বিশেষজ্ঞকে। যদিও স্টেশনে পৌঁছনোর আগেই সন্তানের জন্ম দেন ওই মহিলা। তা সত্ত্বেও মহিলা এবং তাঁর সন্তানের চিকিৎসার জন্য ট্রেনটিকে ১০ মিনিট দাঁড় করিয়ে রাখা হয় স্টেশনে। দু’জনেই সুস্থ থাকায় ট্রেন স্টেশন ছাড়ে।