Himachal Flash Floods

ভারী বৃষ্টিতে ভাসছে হিমাচল! হড়পা বানে বিপর্যস্ত কুলু এবং রামপুর, সাত জেলায় সতর্কতা জারি, চম্বায় ধসে চাপা পড়ে মৃত এক

শনিবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে হিমাচলের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে কুলু এবং রামপুরে বৃষ্টির পরিমাণ বেশি। তার জেরেই হড়পা বান নেমে আসে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১১:৫৮
Share:

কুলুতে হড়পা বানের জেরে আটকে পড়েছে গাড়ি। ছবি: পিটিআই।

ভারী বৃষ্টির জেরে হিমাচল প্রদেশের কয়েকটি জেলায় ধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। কুলু এবং রামপুরে হড়পা বান নেমে আসে। তার জেরে প্রাণহানি না হলেও বেশ কিছু যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হড়পা বানের জেরে এই দুই জায়গায় আতঙ্ক ছড়ায়। অনেকেই নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন। অন্য দিকে, বৃষ্টির জেরে চম্বায় ধস নামায় এক যুবকের মৃত্যু হয়েছে।

Advertisement

শনিবার সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে হিমাচলের বেশ কয়েকটি জেলায়। তার মধ্যে কুলু এবং রামপুরে বৃষ্টির পরিমাণ বেশি। তার জেরেই হড়পা বান নেমে আসে। স্থানীয়রা জানাচ্ছেন, মেঘভাঙা বৃষ্টির জেরে কুলুতে এই পরিস্থিতির সৃষ্টি হয়। রামপুরে বৃষ্টির কারণে বেশ কয়েকটি রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। প্রশাসন সূত্রে খবর, রামপুর এবং কিন্নৌরের মাঝে ধসের কারণে হিন্দুস্তান-তিব্বত রোড, ৫ নম্বর জাতীয় সড়ক বন্ধ হয়ে গিয়েছে। শতদ্রু নদীর জলের পরিমাণ বেড়েছে।

মৌসম ভবন জানিয়েছে, ২৮ মে পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া চলবে। সাত জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সেগুলি হল—সিরমৌর, সোলান, শিমলা, মণ্ডী, কুলু, কাংড়া এবং চম্বা। পাহাড়ের উঁচু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। পাহাড়ের নিচু অংশের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে আগামী তিন দিন। আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার রাতে রোহরুতে ১০ মিলিমিটার (মিমি), জুব্বারহাট্টিতে ২.৬ মিমি, চম্বায় ২ মিমি বৃষ্টি হয়েছে। ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড় হয়েছে রেকংপেও, তাবো, কোটখাই, সেওবাগ এবং নারকান্ডায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement