National News

দেশে ফিরতে মরিয়া দাউদ কেন্দ্রের দ্বারস্থ, দাবি রাজ ঠাকরের

রাজের অভিযোগ, দাউদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিজেপিও বেশ আগ্রহী। ভোটে জেতার জন্যই মাফিয়া ডন দাউদকে ভারতে ফেরানোর গেম প্ল্যান রয়েছে বিজেপির।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩৮
Share:

দাউদ ইব্রাহিম।- ফাইল চিত্র।

বোমা ফাটালেন রাজ ঠাকরে! তাঁর দাবি, ভারতে ফেরার জন্য মরিয়া দাউদ ইব্রাহিম এখন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার চেষ্টা চালাচ্ছেন। রাজের কথায়, ‘‘জীবনের শেষ দিনগুলি দাউদ কাটাতে চান নিজের দেশেই।’’

Advertisement

রাজের অভিযোগ, দাউদকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে বিজেপিও বেশ আগ্রহী। ভোটে জেতার জন্যই মাফিয়া ডন দাউদকে ভারতে ফেরানোর গেম প্ল্যান রয়েছে বিজেপির।

ফেসবুকে তাঁর আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-র প্রধান রাজ ঠাকরে বলেছেন, ‘‘দাউদ এখন গুরুতর অসুস্থ। অথর্বও। দেশে ফেরার জন্য যাতে কেন্দ্রের সঙ্গে আলোচনায় বসা যায়, তার জন্য এখন অনেকের সঙ্গে যোগাযোগ করতে, কথা বলতে শুরু করেছেন দাউদ।’’

Advertisement

আরও পড়ুন- ২১ বছরের তরুণীকে ধর্ষণ স্বঘোষিত ‘ধর্মগুরু’র

আরও পড়ুন- আচমকা চেন্নাই গিয়ে কমল হাসনের সঙ্গে একান্ত বৈঠকে কেজরী

রাজের এই দাবি কতটা সঠিক, তা যাচাই করা সম্ভব না হলেও, গত সপ্তাহে কেরলে সাংবাদিকদের প্রশ্নে বিদেশ প্রতিমন্ত্রী ভি কে সিংহের মন্তব্যটিকে ইঙ্গিতবাহী বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ব্রিটেনে দাউদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে কি না জানতে চাওয়া হলে কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিংহ বলেন, ‘‘দাউদ নিয়ে আমরা এখন কিছুই বলব না। কিছু ঘটনা ঘটছে। আমরা ঝুলি থেকে বেড়াল বের করে দিতে পারি না।’’

১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মাস্টার মাইন্ড ছিল দাউদ ইব্রাহিম। ওই বিস্ফোরণে ২৫৭ জনের মৃত্যু হয়। দাউদ যে গত কয়েক বছর ধরে পাকিস্তানের করাচিতেই রয়েছে, সে ব্যাপারে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে বলে ভারতের তরফে জানানো হয়েছে। ভারতের ওই বক্তব্যকে সমর্থন করেছে রাষ্ট্রপুঞ্জও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন