সোমন এবং রাজা রঘুবংশী। ফাইল চিত্র।
মেঘালয় মধুচন্দ্রিমা হত্যাকাণ্ডে এ বার সোনম রঘুবংশীর দাদার বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল রাজা রঘুবংশীর পরিবার। তাদের অভিযোগ, রাজার খুনে সহানুভূতি দেখানোর নাটক করছেন সোনমের দাদা গোবিন্দ। শুধু তা-ই নয়, সোনমের গোটা পরিবারের বিরুদ্ধেই এ বার অভিযোগের তির ঘোরাচ্ছে রাজা পরিবার।
ঘটনাচক্রে, রাজা খুন হওয়ার পর তাঁর বাড়িতে গিয়েছিলেন সোনমের দাদা গোবিন্দ। সেখানে সোনমের মায়ের সঙ্গে দেখা করে আশ্বাস দেন, রাজা যাতে ন্যায়বিচার পান, তার জন্য তাঁর পরিবারকে সব রকম ভাবে সহযোগিতা করবেন। এমনকি, সোনম যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি পান, সেই ব্যবস্থা করবেন। সংবাদমাধ্যম ‘অমর উজালা’র প্রতিবেদন অনুযায়ী, সোনমের দাদা গোবিন্দের বিরুদ্ধেই এ বার অভিযোগের আঙুল তুলেছে রাজা পরিবার।
ওই প্রতিবেদন অনুযায়ী, রাজার ভাই বিপিনের দাবি, সহানুভূতির নামে সোনমের দাদা নাটক করছেন। তাদের পাশে থাকার কথা দিয়েও গোপনে সোনমে সঙ্গে জেলে যোগাযোগ রাখছেন। আর সে কারণেই বিপিনের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে রাজার পরিবার। তাঁদের আরও দাবি, গ্রেফতার হওয়ার পর পরিবারের সঙ্গে চার বার কথা বলেছেন সোনম। তাই বিপিনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজার ভাই।
দাদার হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের দাবি তুলেছেন রাজার ভাই বিপিন। তাঁর অভিযোগ, সোনমের পরিবার দাবি করেছিল, তাঁর সঙ্গে কোনও যোগাযোগ নেই। কিন্তু সেটি সম্পূর্ণ মিথ্যা। সোনমের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের চার বার কথা হয়েছে। বিপিনের কথায়, ‘‘আমার দৃঢ় বিশ্বাস সোনমের সঙ্গে গোবিন্দের গত চার সপ্তাহে কয়েক বার কথা হয়েছে। ওঁরা সোনমের জামিনের জন্য উঠেপড়ে লেগেছেন। প্রথমে সোনম বিশ্বাসঘাতকতা করেছে রাজার সঙ্গে। এ বার সোনমের দাদা আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।’’
গত ১১ মে রাজা এবং সোনমের বিয়ে হয়েছিল। তার পর তাঁরা ১৯ মে মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান। ২৩ মে রাজা এবং সোনম নিখোঁজ হয়ে যান। ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। রাজাকে খুনের অভিযোগে ৯ জুন গ্রেফতার করা হয় সোনম, তাঁর প্রেমিক এবং তিন ভাড়াটে খুনিকে।