National news

টোলপ্লাজায় তাণ্ডব বিজেপি বিধায়কের, মারধর কর্মীকে

কী নিয়ে বচসার সূত্রপাত তা অবশ্য জানা যায়নি। টোলপ্লাজার কর্মীরাও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৮ ১১:০৪
Share:

সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই দৃশ্য।

প্রথমে কলার ধরে হ্যাঁচকা টান, তার পর একের পর এক চড়— টোল প্লাজার কর্মীকে এক বিধায়কের মারধরের ঘটনার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisement

রাজস্থানের বাসওয়ারা জেলার বাধালিয়ার একটি টোল প্লাজার ঘটনা।

ওই টোলপ্লাজার সিসিটিভি ফুটেজে ধরা প়ড়া কয়েক সেকেন্ডের সেই ভিডিওতে দেখা যায় সবুজ রঙের পঞ্জাবি পরা এক ব্যক্তি টোল প্লাজার ভিতরে ঢুকে হঠাত্ই এক কর্মীকে মারতে শুরু করেন। শুধু তিনি নন, তাঁর সঙ্গে থাকা এক ব্যক্তিকেও ওই কর্মীকে ঘুঁষি মারতে দেখা যায়।

Advertisement

আরও পড়ুন: কাল নবান্নে আসছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ব্যালটে ফিরতে চাইছে কংগ্রেস

পঞ্জাবি পরা যে ব্যক্তিকে ওই কর্মীকে মারধর করতে দেখা যায়, তিনি আর কেউ নন রাজ্যেরই বিজেপি বিধায়ক জিতমাল খান্ত। তিনি গারহি বিধানসভা ক্ষেত্রের বিধায়ক।

কী নিয়ে বচসার সূত্রপাত তা অবশ্য জানা যায়নি। টোলপ্লাজার কর্মীরাও বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। বাসওয়ারার পুলিশ সুপার কালু রাম রাওয়ত জানান, বিধায়ক ও টোলকর্মীর মধ্যে ছোট একটা ভুল বোঝাবুঝির কারণে এমনটা ঘটেছে বলে টোলকর্মীরা তাদের জানিয়েছেন। তবে ওই বিধায়কের বিরুদ্ধে টোল কর্মীরা কোনও ব্যবস্থা নিতে বা অভিযোগ করতে অস্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement