College

নানা অছিলায় ছাত্রীদের ‘গায়ে হাত’, সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছেন, ভাঙচুর-সহ একাধিক অভিযোগে কলেজের পড়ুয়া ইউনিয়নের সহ সভানেত্রী-সহ কয়েক জনের বিরুদ্ধে নালিশ জানানো হয়েছিল। তার পরই অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২২ ১৬:১৪
Share:

সরকারি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। — প্রতীকী ছবি।

নানা অছিলায় তরুণীদের গায়ে হাত দেন। আচরণেও অসঙ্গতি। রাজস্থানের সরকারি কলেজের এক অধ্যক্ষের বিরুদ্ধে এই মর্মে থানায় অভিযোগ দায়ের হল। পাল্টা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন অভিযুক্ত।

Advertisement

রাজস্থানের বান্দিকুলের এক সরকারি কলেজের অধ্যক্ষ বিমলকুমার মাহাওয়ার। তাঁর বিরুদ্ধেই মেয়ে পড়ুয়াদের সঙ্গে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে। পাল্টা সেই পড়ুয়াদের বিরুদ্ধেই গুন্ডামি এবং সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ করেছেন অধ্যক্ষ।

কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কলেজের পড়ুয়া ইউনিয়নের সহ সভানেত্রী-সহ কয়েক জন মহিলা পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছিল। ঘটনাচক্রে, তার পরেই পুলিশে অভিযোগের ঘটনা ঘটে।

Advertisement

অভিযোগকারিণীরা বান্দিকুই থানায় অধ্যক্ষের বিরুদ্ধে অশালীন ব্যবহার-সহ একাধিক অভিযোগ দায়ের করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement