Rajasthan Crisis

বিধায়ক কেনাবেচায় নোটিস গজেন্দ্রকে, প্রশ্ন তুললেন অডিয়ো ক্লিপের সত্যতা নিয়ে

তাঁর বক্তব্য, অডিয়ো রেকর্ডিংটি কোত্থেকে এল তা নিয়ে আগে তদন্ত হওয়া উচিত।

Advertisement

সংবাদ সংস্থা

জয়পুর শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১৬:২৪
Share:

গজেন্দ্র সিংহ শেখাওয়াত।—ফাইল চিত্র।

রাজস্থানে বিধায়ক কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে তাঁর পদত্যাগ চাইছে কংগ্রেস। কিন্তু যে অডিয়ো রেকর্ডিংয়ের ভিত্তিতে এই অভিযোগ, সেটির সত্যতা যাচাই করার দাবি তুললেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত। তাঁর বক্তব্য, অডিয়ো রেকর্ডিংটি কোত্থেকে এল তা নিয়ে আগে তদন্ত হওয়া উচিত। সেটির সত্যতা যাচাই করে দেখা উচিত পুলিশের।

Advertisement

বিজেপি তাঁর সরকার উল্টে দেওয়ার চেষ্টা করছে বলে বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত। নিজের অনুগামীদের নিয়ে সচিন পাইলট তাঁর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে, সম্প্রতি তা আরও জোর পায়। একটি অডিয়ো রেকর্ডিং প্রকাশ করে কংগ্রেস দাবি করে, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াত এবং সচিন অনুগামী এক বিধায়কের কথোপকথন রয়েছে তাতে।

আনন্দবাজার ওই অডিয়ো রেকর্ডিংয়ের সত্যতা যাচাই করে দেখেনি। তবে ওই ক্লিপটিতে শেখাওয়াত ও ওই বিধায়কের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে কথা হয় বলে জানা যায়। তা নিয়ে গত কয়েক দিন ধরেই বিজেপি ও কংগ্রেসের মধ্যে তরজা চরম উঠেছে। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে দু’টি এফআইআর দায়ের হয়েছে। বয়ান রেকর্ডের জন্য গজেন্দ্র সিংহ শেখাওয়াতকে নোটিস পাঠিয়েছে রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশনস গ্রুপ (এসওজি)।

Advertisement

আরও পড়ুন: সচিনদের আবেদন আদালতের বিচার্য নয়, দাবি সিঙ্ঘভির​

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সর্বশক্তিমান ভাবমূর্তিই দেশের সবচেয়ে বড় দুর্বলতা, তোপ রাহুলের

তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিলেও, ওই অডিয়ো ক্লিপটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন গজেন্দ্র সিংহ শেখাওয়াত। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘‘নোটিস পেয়েছি আমি। বয়ান রেকর্ড করতে বলা হয়েছে। জানানো হয়েছে, অডিয়ো ক্লিপের সঙ্গে মিলিয়ে দেখতে গলার স্বরের নমুনাও পরীক্ষা করা হবে। কিন্তু আমি চাই ওই অডিয়ো ক্লিপটির সত্যতা যাচাই করে দেখা হোক প্রথমে। দেখা হোক কোত্থেকে সেটি এল? কার অনুমতিতে ফোনের কথোপকথন রেকর্ড করা হল আর কেই বা সেটি রেকর্ড করল? ’’

অডিয়ো রেকর্ডিংয়ে যে গলা শোনা গিয়েছে, সেটি তাঁর নয় বলে এর আগে দাবি করেন শেখাওয়াত। গত সপ্তাহে তিনি বলেন, ‘‘সবরকমের তদন্তের জন্য প্রস্তুত আমি। ওই ক্লিপে আমার গলা নেই। তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলে অবশ্যই যাব।’’ এ ব্যাপারে তাঁকে সমর্থন করেছে বিজেপিও। নিজেদের অন্তর্দ্বন্দ্বে কংগ্রেস খামোকা গেরুয়া শিবিরের নেতাদের কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে পাল্টা অভিযোগ করেছে তারা। বেআইনি ভাবে ফোনের কথোপকথন রেকর্ড করার জন্য গহলৌত সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিও তুলেছে বিজেপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন