স্কুলের শ্রেণিকক্ষ। —ফাইল চিত্র।
দশম বা দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় বসার জন্য স্কুলে ৭৫ শতাংশ উপস্থিতির মাপকাঠি পূরণ করতে হবে। শুধুমাত্র পরীক্ষায় বসার জন্য স্কুলের খাতায় নাম তুলিয়ে রেখে কোচিংয়ে গিয়ে পড়াশোনা করা যাবে না। উপস্থিতির মাপকাঠি পূরণ না করে কেবলমাত্র খাতায় কলমে স্কুলে ভর্তি হয়ে বোর্ড পরীক্ষায় বসা যাবে না। সম্প্রতি এক মামলায় তা স্পষ্ট দিয়েছে রাজস্থান হাই কোর্ট।
নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা যাতে কোচিংয়ের জন্য স্কুল বন্ধ না করে, তা নিশ্চিত করার জন্য রাজস্থান সরকার এবং সে রাজ্যের দুই প্রধান শিক্ষা পর্ষদ ‘রাজস্থান বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ (আরবিএসই) ও ‘সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন’ (সিবিএসই)-কে নির্দেশ দিল আদালত। কোনও পড়ুয়া স্কুলের সময়ে শ্রেণিকক্ষের বদলে কোচিংয়ে গিয়েছে বলে ধরা পড়লে, তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে আদালত। শুধু পড়ুয়াদের বিরুদ্ধেই নয়, সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধেও পদক্ষেপ করতে হবে বলে জানিয়েছে হাই কোর্ট।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে পড়ুয়ারা ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানে যায়। জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষার প্রস্তুতির জন্য রাজস্থানের কোটা শহরে বিভিন্ন কোচিং প্রতিষ্ঠান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ অবস্থায় অনেকে পড়ুয়াই কোচিংয়ের পড়াশোনাকে প্রাথমিক গুরুত্ব দেয়। শুধুমাত্র বোর্ডের পরীক্ষায় বসার জন্য স্কুলগুলিতে ভর্তি হয়ে থাকে। স্কুল কর্তৃপক্ষও অনেক ক্ষেত্রে ওই পড়ুয়াদের উপস্থিতি নিয়ে বিশেষ মাথা ঘামায় না বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে রাজস্থান হাই কোর্টের এই নির্দেশ যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
হাই কোর্টের বিচারপতি দীনেশ মেহতা এবং বিচারপতি অনুপকুমার ধাঁড়ের বেঞ্চের নির্দেশ, রাজস্থান সরকার এবং বিভিন্ন শিক্ষা পর্ষদকে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করতে হবে। ওই সিটের সদস্যদের বিভিন্ন স্কুলে ‘সারপ্রাইজ় ভিজ়িটে’ যেতে হবে। পড়ুয়াদের উপস্থিতি যাচাই করতে হবে তাঁদের। যথাযথ কারণ ছাড়া কোনও পড়ুয়া অনুপস্থিত থাকলে, তার বিরুদ্ধে এবং সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। স্কুলগুলির পাশাপাশি বিভিন্ন কোচিং প্রতিষ্ঠানেও ‘সারপ্রাইজ় ভিজ়িট’-এর নির্দেশ দেওয়া হয়েছে। কোনও পড়ুয়া স্কুলের সময়ে স্কুলে অনুপস্থিত, অথচ কোচিংয়ে উপস্থিত থাকলে, তার বিরুদ্ধে পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে আদালত।