Rajasthan Hospital

রোগীর বদলে ‘ভুল’ করে তাঁর বাবার অস্ত্রোপচার! রাজস্থানে সরকারি হাসপাতালের ঘটনায় হুলস্থুল

যুবকের নাম মণীশ। তিনি একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানো হলে তিনি বাবাকে ফোন করে ডেকে আনেন। মণীশের দাবি, অস্ত্রোপচারের সময় ওটি পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন বাবা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২৫ ১৫:২১
Share:

রাজস্থানের হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। প্রতীকী ছবি।

দুর্ঘটনায় আহত হয়েছিলেন এক যুবক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁর অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। কিন্তু অভিযোগ, আহত যুবকের অস্ত্রোপচার না করে তাঁর বাবার অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। এটা কী করে সম্ভব হল, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। এমনই অভিযোগ উঠল রাজস্থানের কোটা মেডিক্যাল কলেজের বিরুদ্ধে।

Advertisement

যুবকের নাম মণীশ। তিনি একটি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করানো হলে তিনি বাবাকে ফোন করে ডেকে আনেন। মণীশের দাবি, অস্ত্রোপচারের সময় ওটি পর্যন্ত তাঁর সঙ্গে ছিলেন বাবা। তাঁকে ওটির বাইরে অপেক্ষা করতে বলা হয়। সেখানেই অপেক্ষা করছিলেন তিনি। মণীশ জানিয়েছেন, তাঁর বাবা পক্ষাঘাতগ্রাস্ত।

মণীশের দাবি, পরে তিনি বাবার কাছ থেকে জানতে পারেন যে, চিকিৎসকেরা তাঁকে ওটির ভিতরে আসতে বলেন। তার পর তাঁর আর কিছু মনে নেই বলে জানান। মণীশ জানান, বাবার শরীরে কাটাঁছেড়ার দাগ দেখে সন্দেহ হয়। বেশ কয়েকটি সেলাইও দেখতে পান শরীরে। মণীশের অভিযোগ, তাঁর বাবার শরীরে কাটাছেঁড়ার দাগ কোথা থেকে এল, তা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান। মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সঙ্গীতা সাক্সেনা জানিয়েছেন, হাসপাতালে সুপারকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আদৌ কি ওই ব্যক্তির অস্ত্রোপচার হয়েছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখার জন্য একটি তদন্তকমিটি গঠন করা হয়েছে। চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ওঠায় হুলস্থুল পড়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement