Bribery Case

গাড়িতে নগদ ন’লক্ষ টাকা, বাড়িতে ৩০ লক্ষ! ঘুষ নেওয়ার অভিযোগে হাতেনাতে পাকড়াও রাজস্থানের পুলিশকর্তা

এসিবি জানিয়েছে, এএসপি মীনা ঝালাওয়াড় থেকে জয়পুরে আসছিলেন গাড়ি নিয়ে। শুক্রবার সন্ধ্যায় তাঁর গাড়ি থেকে নগদ ন’লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার হয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৫ ১২:৫৬
Share:

ধৃত সেই পুলিশকর্তা (চিহ্নিত)। ছবি: সংগৃহীত।

ঘুষ নেওয়ার অভিযোগে রাজস্থানের এক পুলিশকর্তাকে হাতানাতে পাকড়াও করল দুর্নীতিদমন শাখা (এসিবি)। অভিযুক্ত ওই পুলিশকর্তার নাম জগরাম মীনা। তিনি জয়পুরের অতিরিক্ত পুলিশ সুপার। শুক্রবার সন্ধ্যায় তাঁর গাড়ি থেকে নগদ ন’লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার হয় বলে এসিবি সূত্রে খবর।

Advertisement

এসিবি জানিয়েছে, এএসপি মীনা ঝালাওয়াড় থেকে জয়পুরে আসছিলেন গাড়ি নিয়ে। শিবদাসপুর টোল প্লাজ়ার কাছে আগে থেকে ই অপেক্ষা করছিলেন এসিবির আধিকারিকেরা। তাঁদের কাছে খবর ছিল এএসপি-র গাড়িতে লক্ষাধিক টাকা রয়েছে। তিনি জয়পুরে ফিরছেন। সেই তথ্য অনুযায়ী শিবদাসপুর টোল প্লাজ়জার কাছে অপেক্ষা করছিলেন এসিবি-র আধিকারিকেরা। এএসপি গাড়ি নিয়ে টোল প্লাজ়জার কাছে আসতেই তাঁর গাড়ি দাঁড় করান এসিবি-র আধিকারিকেরা।

এসএপির-র গাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সময় তাঁর গাড়ি থেকে নগদ ন’লক্ষ ৩৫ হাজার টাকা উদ্ধার হয়। তার পর এএসপি বাড়িতেও তল্লাশি অভিযানে যান এসিবি-র আধিকারিকেরা। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার মীনার জগৎপুরার বাড়িতে তল্লাশি চালানোর সময় নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এসিবি-র ডিজি রবিপ্রকাশ মেহরদা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পান তাঁরা এএসপি মীনা ঝালাওয়াড় থেকে জয়পুরে আসছেন ঘুষের টাকা নিয়ে। তার পরই সেই মতো পুলিশকর্তার বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement