PUBG

এবার থেকে বড় শাস্তি হতে পারে পাবজি গেম খেললে

রাজকোট পুলিশ প্রশাসনের তরফে এক বিবৃতি জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হল এই পাবজি গেমকে। তারপরেই দেশের আরও বেশ কিছু অঞ্চলের পুলিশ প্রশাসন এই গেমের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে বলে খবর সংবাদ সংস্থা পিটিআই-এর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ মার্চ ২০১৯ ২১:৩৪
Share:

নিষিদ্ধ হতে চলেছে নেশার খেলা। প্রতীকি ছবি। ছবি: শাটারস্টক

বিশ্বজুড়ে নেশার মতো ছড়িয়ে পড়া পাবজি গেমের বর্ষপূর্তি হয়েছে মাত্র কয়েক কয়েক দিন আগে। মূলত তরুণ ও যুবকদের মধ্যে আলোড়ন তুলেছে এই ‘প্লেয়ার্স আননোন ‌ব্যাটল গ্রাউন্ড’, সংক্ষেপে ‘পিইউবিজি’ বা পাবজি গেম। কিন্তু তার ব্যবহারকারীদের এতটাই আচ্ছন্ন করে ফেলেছে এই গেম যে তা ডেকে এনেছে প্রাণঘাতী দুর্ঘটনাও।

Advertisement

কিছু দিন আগেই পাবজি প্রেমের নেশায় এক ব্যবহারকারী জল ভেবে ভুল করে অ্যাসিড খেয়ে ফেলেন। মন দিয়ে পাবজি খেলতে পারছেন না— এই অভিযোগ তুলে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডিভোর্স দিয়েছিলেন এক ব্যক্তি। পাবজি খেলার জন্য তাকে দামি ফোন কিনে না দেওয়ার অভিমানে মুম্বইয়ের এক কিশোরের আত্মঘাতী হওয়ার খবরও এসেছিল সামনে। এ সবের প্রেক্ষিতেই দীর্ঘ দিন ধরে দাবি উঠেছিল এই গেমকে নিষিদ্ধ ঘোষণা করবার জন্য। অবশেষে সেই পদক্ষেপ করল দেশের বেশ কয়েকটি শহর।

সম্প্রতি রাজকোট পুলিশের তরফে এক বিবৃতি জারি করে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এই গেমকে। তার পরেই দেশের আরও বেশ কয়েকটি শহরের পুলিশের তরফে এই গেমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই-এর খবর। শিশু এবং কিশোরদের জন্য এই গেমের আসক্তি মারাত্মক ক্ষতিকর বলে বেশ কিছু দিন ধরেই অভিযোগ উঠছিল। আগেও পাবজি গেম খেলার সময় শিশু ও কিশোরদের মানসিকতার পরিবর্তন ঘটে বলে অভিযোগ জানানো হয়েছিল। পাবজি গেম যিনি খেলছেন শুধু তাঁকেই নয়, কাউকে পাবজি গেম খেলতে উৎসাহিত করলে সংশ্লিষ্ট ব্যক্তিও সমান ভাবে দোষী বলে বিবেচিত হবেন। ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় এমন ঘটনার শাস্তির বিধান আছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে এই ধারা অনুযায়ীই মোমো চ্যালেঞ্জ গেম-এর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: পাবজির নেশায় বুঁদ, জলের বদলে অ্যাসিড খেয়ে ফেললেন যুবক!

আরও পড়ুন: ভয়ঙ্কর সুনামি আসছে! সূর্যের মনের কথা জানিয়ে চমক রানাঘাটের কন্যার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement