গজেন্দ্র চৌহানকে সরিয়ে এফটিআই-এর দায়িত্ব নিচ্ছি না, বলছেন হিরানি

চলচ্চিত্র-নির্মাতা রাজকুমার হিরানি গজেন্দ্র চৌহানের বদলি হিসেবে পুণে ফিল্ম ইন্সটিটিউশনের দায়িত্ব নিচ্ছেন না। মঙ্গলবার এ কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র। হিরানির মুখপাত্র তাঁর বিবৃতিতে পরিচালকের এফটিআই যোগদান করা নিয়ে সব গুজবেরই উত্তর দিয়েছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:৩৬
Share:

চলচ্চিত্র-নির্মাতা রাজকুমার হিরানি গজেন্দ্র চৌহানের বদলি হিসেবে পুণে ফিল্ম ইন্সটিটিউশনের দায়িত্ব নিচ্ছেন না। মঙ্গলবার এ কথা জানিয়েছেন তাঁর মুখপাত্র।

Advertisement

হিরানির মুখপাত্র তাঁর বিবৃতিতে পরিচালকের এফটিআই যোগদান করা নিয়ে সব গুজবেরই উত্তর দিয়েছেন। স্পষ্ট জানাচ্ছেন তিনি, “গজেন্দ্র চৌহান এফটিআইয়ের প্রশাসনিক দিকটা দেখভাল করবেন। অন্য দিকে, রাজকুমার হিরানির দায়িত্ব ছিল শিক্ষা পরিষদের প্রধান হিসেবে কাজ করা। দুটো সম্পূর্ণ আলাদা ক্ষেত্র। কাজেই, রাজকুমার হিরানি গজেন্দ্র চৌহানের বদলি হিসেবে এফটিআই-তে যাচ্ছেন না।”

অবশ্য, ঠিক এর পরেই বিবৃতিতে রাজকুমার হিরানির এফটিআই-এ যোগদান-সংক্রান্ত বিষয়টিকে আরও একটু স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন পরিচালকের মুখপাত্র। জানিয়েছেন, হিরানি আদৌ এফটিআই-তে যোগদান করতে পারবেন কি না, সেটাও এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। পরিচালকের যুক্তি, এফটিআই-তে থেকে কাজ করতে হলে স্বাভাবিক ভাবেই ছায়াছবি তৈরির কাজে সমস্যা দেখা দেবে। সেই জন্যই রাজকুমার হিরানি বাইরে থেকেই পুণে ফিল্ম ইন্সটিটিউশনের শিক্ষা-সংক্রান্ত যাবতীয় দিকে দরকার মতো সাহায্য করবেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন