Delhi Violence

গোলি মারো: সায় নেই রাজনাথের

দিল্লি ভোটের প্রচারে জনসভার মঞ্চ থেকে অনুরাগ বলতেন, ‘‘দেশ কে গদ্দারোঁ কো!’’ জনতার জবাব আসে, ‘‘গোলি মারো শালোঁ কো।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২০ ০৩:৩১
Share:

রাজনাথ সিংহ। ফাইল চিত্র।

প্রশ্ন করলে আজকাল পাল্টা প্রশ্ন করেন অনুরাগ ঠাকুর। দিল্লি ভোটের আগে তাঁর তোলা ‘গদ্দার’-দের গুলি মারার স্লোগান নিয়ে অর্থ প্রতিমন্ত্রীকে প্রশ্ন করা হলে, অনুরাগ পাল্টা প্রশ্ন করেন, ‘‘আপনারা কি সত্যটা দেখেছেন?’’

Advertisement

দিল্লি ভোটের প্রচারে জনসভার মঞ্চ থেকে অনুরাগ বলতেন, ‘‘দেশ কে গদ্দারোঁ কো!’’ জনতার জবাব আসে, ‘‘গোলি মারো শালোঁ কো।’’ অনুরাগ সেটাই বোঝাতে চান, গুলি মারার কথাটুকু তাঁর নয়। তা সত্ত্বেও এ ধরনের কোনও চেষ্টাকেই সমর্থন করেন না নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ মন্ত্রী রাজনাথ সিংহ। তিনি অবশ্য বলেন, যে ভিডিয়ো তিনি দেখেছেন, তাতে অনুরাগ গুলি মারার কথা বলেননি। অনেক সময় জনতা কী বলছে, সেটা শোনাও যায় না। তবু যদি মঞ্চ থেকে নেতা বোঝেন, জনতার থেকে প্রত্যাশিত উত্তর আসছে না, তা হলে রাশ টেনে ধরা উচিত বলেই মনে করেন রাজনাথ। রবিবার দিল্লিতে একটি আলোচনায় বিজেপির প্রবীণ নেতার সাফ কথা— ‘‘কাউকে গুলি মারার কথা সমর্থন করা যায় না।’’

বিজেপির আর এক সাংসদ প্রবেশ বর্মাও ভোটের আগে শাহিন বাগ নিয়ে অনেক বিতর্কিত মন্তব্য করেন। রাজনাথ জানিয়েছেন, এই মন্তব্যের সঙ্গেও তিনি একমত নন। তবে দিল্লিতে হিংসা ছড়ানোর ঠিক আগে বিজেপি নেতা কপিল মিশ্র যে মন্তব্য করেছিলেন, তার ‘ভুল ব্যাখ্যা’ হচ্ছে বলে মনে করেন রাজনাথ। বিরোধী দলের নেতাদের অভিযোগ, পথে নামার যে হুমকি কপিল মিশ্র দিয়েছিলেন, তার পরেই হিংসা ছড়িয়েছে। রাজনাথের যুক্তি, হাতিয়ার নিয়ে পথে নামার কথা বলেননি কপিল মিশ্র। পথে নেমে সরকারের উপর
চাপ দিয়ে দাবি আদায়ও একটি গণতান্ত্রিক পথ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন