Rajnath Singh

মহড়া দেখাল সেনা

রাজনাথ সিংহের সঙ্গে লে যান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত ও সেনাপ্রধান এম এম নরবণে।

Advertisement

নিজস্ব সং‌বাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুলাই ২০২০ ০৫:১৭
Share:

লাদাখে প্যারা কমান্ডোদের সঙ্গে রাজনাথ। ছবি: টুইটারের সৌজন্যে

লাদাখের রাজধানী লে-র কাছে স্টাকনা এলাকায় সেনা মহড়ায় যোগ দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সেই মহড়ায় লাদাখের মতো এলাকায় অভিযানের ক্ষেত্রে নিজেদের দক্ষতা তুলে ধরল ভারতীয় সেনা।

Advertisement

রাজনাথ সিংহের সঙ্গে লে যান চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত ও সেনাপ্রধান এম এম নরবণে। লে-তে পৌঁছানোর পরে সেখানকার পরিস্থিতি, চিনা সেনার প্রকৃত অবস্থান সে সব বিষয়ে জানানো হয় রাজনাথকে। পরে লে-এর কাছে স্টাকনা এলাকায় সেনাবাহিনীর একটি মহড়ায় হাজির হন তিনি। সেনা মহড়ার একাধিক ছবি টুইট করে রাজনাথ বলেন, ‘‘লে-এর কাছে স্টাকনায় সেনার ফায়ার অ্যান্ড ফিউরি শাখার পক্ষ থেকে প্যারা ড্রপিং-সহ নানা সামরিক কৌশলের সাক্ষী থাকলাম। তাঁদের সঙ্গে কথা বলার সুযোগ পেলাম। দেশের সাহসী যোদ্ধাদের জন্য আমি গর্বিত।’’

সেনা সূত্রের মতে, আজ লাদাখের মতো এলাকায় প্যারা কমান্ডোদের ১৭ হাজার ফুট থেকে ঝাঁপ, অ্যাপাচে আ্যাটাক হেলিকপ্টার, সি-১৩০ জে সুপার হারকিউলিস বিমান এবং টি-৯০ ট্যাঙ্কের মতো সাঁজোয়া গাড়ির দ্রুত সমন্বয় ঘটিয়ে সুসংহত হামলার খণ্ডচিত্র তুলে ধরা হয়। মহড়ায় ব্যবহার করা হয় ফিনল্যান্ডের .৩৩৮এসএকেও স্নাইপার রাইফেল। প্যারা কমান্ডোর মার্কিন এক্সফিল হেলমেট পরে ছিলেন। কমান্ডোদের এই দু’টি উপকরণের ছবি বা ভিডিয়ো এর আগে বিশেষ প্রকাশ করেনি সেনা। মহড়ায় অংশ নেয় লাদাখ স্কাউটও। এর পর লুকুং পোস্টে যান রাজনাথ। সেখানে সেনাদের সঙ্গে কথা বলে বিকেলে শ্রীনগর ফিরে আসেন তিনি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন