বাঁদিক থেকে, সিপি রাধাকৃষ্ণন, মল্লিকার্জুন খড়্গে এবং রাজনাথ সিংহ।
উপরাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে সোমবার রাতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাড়িতে বৈঠকে বসেছেন বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র নেতারা। তার আগেই উপরাষ্ট্রপতি পদে এনডিএর প্রার্থী সিপি রাধাকৃষ্ণনকে সমর্থনের আবেদন জানিয়ে খড়্গেকে ফোন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ।
জগদীপ ধনখড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। রবিবার প্রার্থী হিসেবে রাধাকৃষ্ণনকে মনোনীত করার পরে নির্বাচনের দায়িত্ব এনডিএর তরফে দেওয়া হয়েছে রাজনাথকে। অন্য দিকে, রাধাকৃষ্ণনের নির্বাচনী এজেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুকে। অন্য দিকে, বিরোধী জোট এখনও উপরাষ্ট্রপতি ভোটে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কোনও সিদ্ধান্ত ঘোষণা করেনি।
তাৎপর্যপূর্ণ ভাবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম শরিক উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)-র সাংসদ সঞ্জয় রাউত ইতিমধ্যে রাধাকৃষ্ণনের প্রশংসা করেছেন। এনডিএ প্রার্থীকে শুভেচ্ছাও জানিয়েছেন রাউত। তাঁর বক্তব্য, রাধাকৃষ্ণন এক জন সুব্যক্তিত্বের অধিকারী। তাঁর কথায়, ‘‘রাধাকৃষ্ণন এমন এক জন ব্যক্তি, যাঁকে ঘিরে কোনও বিতর্ক নেই।’’ মহারাষ্ট্রের রাজ্যপাল রাধাকৃষ্ণনের কর্মজীবনে অভিজ্ঞতার কথাও উল্লেখ করেছেন রাউত। প্রাথমিক ভাবে বিরোধী জোট জানিয়েছিল, তারা যৌথ ভাবে ‘অরাজনৈতিক’ কোনও মুখকে উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে বেছে নিতে পারে। যদিও গত সপ্তাহের শেষে এনসিপি নেতা শরদ পওয়ার জানিয়েছিলেন, উপরাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়নের বিষয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’য় তখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। এই পরিস্থিতিতে উপরাষ্ট্রপতি নির্বাচনে ‘অবস্থান’ স্থির করতে সোমবার রাতে বৈঠকে বসেছে ‘ইন্ডিয়া’।