coronavirus lockdown

সেলাই মেশিনে বসলেন রাষ্ট্রপতির স্ত্রী, তৈরি করলেন মাস্ক

সেলাই মেশিনে বসলেন রাষ্ট্রপতির স্ত্রী, তৈরি করলেন মাস্করাষ্ট্রপতির স্ত্রীর বানানো কাপড়ের মাস্কগুলি দিল্লির আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের অধীনে থাকা শেল্টার হোমগুলির আবাসিকদের মধ্যে বিতরণ করা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২০ ১৩:৫৮
Share:

শেল্টার হোমের আবাসিকদের জন্য মাস্ক বানাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী। ছবি- টুইটারের সৌজন্যে।

কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে এ বার সামিল হলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের স্ত্রী সবিতাও। শেল্টার হোমের আবাসিকদের জন্য নিজে হাতে সেলাই করে প্রচুর কাপড়ের মাস্ক বানিয়েছেন তিনি। বুধবার। রাষ্ট্রপতি ভবনের ভিতরে শক্তিহাটে বসেই তিনি বানিয়েছেন মাস্কগুলি।

Advertisement

রাষ্ট্রপতির স্ত্রীর বানানো কাপড়ের মাস্কগুলি দিল্লির আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের অধীনে থাকা শেল্টার হোমগুলির আবাসিকদের মধ্যে বিতরণ করা হবে।

রাষ্ট্রপতি ভবনের ভিতরে বসে নিজে হাতে সেলাই করে মাস্কগুলি বানানোর সময় নিজেও লাল রঙের কাপড়ের মাস্কে মুখ ঢেকে রেখেছিলেন কোবিন্দের স্ত্রী সবিতা।

Advertisement

মাস্ক বানিয়ে শেল্টার হোমের আবাসিকদের সে সব বিতরণের মাধ্যমে সবিতার বার্তা, এই ভাবেই নিজের মুখ ঢেকে করোনা রোগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে যেন লড়াই চালান দেশবাসী। নিজেকে সুরক্ষিত রাখার বার্তাও পাঠান একই সঙ্গে।

আরও পড়ুন: রিপোর্টের ক্ষেত্রে আশা করি কেন্দ্রীয় দল নিরপেক্ষ হবে: মুখ্যসচিব

আরও পড়ুন: কিট দেওয়ার নাম নেই, বদনামের চক্রান্ত: মমতা

দেশে ক্রমশ বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাড়ছে রোগমুক্তির সংখ্যাও। এই সময় কীভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে সংক্রমণ এড়ানো যেতে পারে তার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

সংক্রমণ এড়াতে সব রাজ্যেই মাস্ক পরা বাধ্যতামূলক হয়েছে। চিকিৎসকেরা বলছেন, সার্জিকাল মাস্ক বা বিশেষ ধরনের এন-৯৫ মাস্ক না পরলেও চলবে। ঘরে কাপড়ের মাস্ক বানিয়েও পরা যেতে পারে।

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন