রামকৃপালকে বাধা

বিমানবন্দরে এক কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে ঝামেলায় জড়ালেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার পটনায় ঘটনাটি ঘটে। বিমানবন্দর সূত্রে খবর, শ্রমমন্ত্রী বন্দারু দত্তত্রেয়া এ দিন পটনায় এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান পানীয় ও নিকাশি দফতরের কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদব।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২০ মে ২০১৫ ০২:৪৯
Share:

বিমানবন্দরে এক কেন্দ্রীয় মন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে ঝামেলায় জড়ালেন আর এক কেন্দ্রীয় মন্ত্রী। মঙ্গলবার পটনায় ঘটনাটি ঘটে। বিমানবন্দর সূত্রে খবর, শ্রমমন্ত্রী বন্দারু দত্তত্রেয়া এ দিন পটনায় এক অনুষ্ঠানে যোগ দিতে আসেন। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে যান পানীয় ও নিকাশি দফতরের কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদব। বিমানবন্দরে ঢুকতে গেলে, তাঁকে বাধা দেন সিআইসেএফ বাহিনীর এক মহিলা কনস্টেবল। গেটটি ছিল ‘বহির্গমনের’। মন্ত্রী ওই গেট দিয়েই ভিতরে ঢুকতে চাইলে ওই জওয়ান ওয়াকি-টকিতে উর্ধ্বতন অফিসারের সঙ্গে কথা বলেন। সেখান থেকে নির্দেশ আসে বাইরে আসার গেট দিয়ে কাউকে যেন প্রবেশ করতে দেওয়া না হয়। রামকৃপাল প্রবেশপথ দিয়ে ভিতরে ঢোকেন। তিনি বলেন, “এটা আমারই ভুল হয়েছে। সে জন্য দুঃখিত।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement