বছর পঁচিশের এক বিবাহিত মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল এক অবসরপ্রাপ্ত বায়ুসেনার বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার গাজিয়াবাদের ৫৮ নম্বর জাতীয় সড়কের কাছে মুরাদনগরের একটি রেস্তোঁরায় ডেকে এনে তাঁকে ধর্ষণ করে পরিমল সিংহ চৌধুরী নামে ওই অভিযুক্ত। আবাসন খুঁজে দেওয়ার নাম করে মহিলাকে রেস্তোঁরায় ডাকে অভিযুক্ত পরিমল। মহিলা এক জন আইনজীবী।