চলন্ত এসইউভি-তে গণধর্ষণ নয়ডায়

আবার দিল্লি, আবার চলন্ত যান, আবার ধর্ষণ। রাজধানীর রাস্তায় চলন্ত এসএইভি-র মধ্যে ধর্ষিত হলেন ৩০ বছরের এক মহিলা। যে ধর্ষণ আবার মনে করিয়ে দিল পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডকে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৬ ১৩:৫৮
Share:

আবার দিল্লি, আবার চলন্ত যান, আবার ধর্ষণ। রাজধানীর রাস্তায় চলন্ত এসএইভি-র মধ্যে ধর্ষিত হলেন ৩০ বছরের এক মহিলা। যে ধর্ষণ আবার মনে করিয়ে দিল পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডকে।

Advertisement

অভিযোগকারিনী পুলিশকে জানান তাঁর স্বামী এক খুনের অভিযোগে জেলে রয়েছেন। স্বামীর সঙ্গে দেখা করতে যাবেন বলে ওই গাড়িতে উঠেছিলেন তিনি। গাড়িতে থাকা চারজনের মধ্যে দু’জনকে তিনি আগে থেকেই চিনতেন বলে জানিয়েছেন। এরপর তাঁকে জোর করে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ করা হয়েছে বলে জানান ওই মহিলা। তাঁর বক্তব্যে কিছু অসঙ্গতি রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নয়ডা পুলিশের আধিকারিক দীনেশ যাদব বলেন, ‘‘যেই চার জনের বিরুদ্ধে উনি ধর্ষণের অভিযোগ এনেছেন তাদের মধ্যে এক জন তাঁর স্বামীর বিরুদ্ধে খুনের মামলা করেছিলেন।’’

Advertisement

ধর্ষণের পর তাঁকে গাড়ি থেকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই মহিলা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement