প্রণবের বিরুদ্ধে সম্মানহানিকর টুইট, ললিত মোদীর বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতি ভবনের

তিনি বর্তমানে অবতীর্ণ আইপিএল-র দুর্নীতি ফাঁস করার ‘হুইসেলব্লোয়ার’-এর ভূমিকায়। তাঁর একের পর এক টুইটের নিশানায় ভারতীয় রাজনীতির হুজ’হুরা। আইপিএল-র প্রাক্তন কমিশনার ললিত নোদীর বিরুদ্ধেই এ বার লিখিত অভিযোগ দায়ের করল রাষ্ট্রপতি ভবন। দিল্লি পুলিশের কাছে রবিবার অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রপতি ভবন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ২১:১৮
Share:

তিনি বর্তমানে অবতীর্ণ আইপিএল-র দুর্নীতি ফাঁস করার ‘হুইসেলব্লোয়ার’-এর ভূমিকায়। তাঁর একের পর এক টুইটের নিশানায় ভারতীয় রাজনীতির হুজ’হুরা। আইপিএল-র প্রাক্তন কমিশনার ললিত নোদীর বিরুদ্ধেই এ বার লিখিত অভিযোগ দায়ের করল রাষ্ট্রপতি ভবন। দিল্লি পুলিশের কাছে রবিবার অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রপতি ভবন। দিল্লি পুলিশের কাছে প্রায় ৮০ পাতার অভিযোগ পত্রে, ললিত মোদীর বিরুদ্ধে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং তাঁর সচিব অমিতা পলের বিরুদ্ধে সম্মানহানিকর টুইট করার অভিযোগ দায়ের করেছে রাষ্টপতি ভবন।

Advertisement

পুলিশ কমিশনার বি এস বাসির কাছে রাষ্টপতির সচিবালয় এই লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ক্ষেত্রে হাতিয়ার করা হয়েছে জুন মাসে ললিত মোদীর পোস্ট করা দু’টি টুইটকে। পুলিশের কাছে অভিযোগ পত্রের সঙ্গে ললিত মোদীর করা টুইটগুলির কপিও জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপতি সচিবালয়।

অর্থ নিয়ামক সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে তাঁর বিরুদ্ধে অর্থমন্ত্রী থাকাকালীন প্রণব মুখোপাধ্যায় কাজে লাগান বলে অভিযোগ করেন মোদী। অপর টুইটে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, তাঁর সচিব অমিতা পল এবং ব্যবসায়ী বিবেক নাগপালের একটি ছবিও পোস্ট করেন তিনি। এই ২টি টুইটে ভারতের সাংবিধানিক প্রধানের সম্মানহানি হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর সচিবালয়।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রে খবর, কমিশনার বি এস বাসি ইতিমধ্যেই অভিযোগ পত্রটি দিল্লি পুলিশের ইকোনমিক্স অফেন্স উইংয়ের কাছে পাঠিয়ে দিয়েছেন। ললিত মোদীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় কী না অথবা তাঁর টুইটার হ্যান্ডেলটি ব্লক করে দেওয়া যায় কী না তার ভাবনা চিন্তা করছে দিল্লি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন