Ratan Tata

এই দুঃসময়ে কাউকে হেয় করবেন না, আবেদন রতন টাটার

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে গত কয়েক দিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া। কর্ণ জোহর থেকে সোনম কপূর, নেটাগরিকদের কটাক্ষে নাস্তানাবুদ হয়েছেন তাবড় তারকারা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২২ জুন ২০২০ ১৭:০৬
Share:

—ফাইল চিত্র।

এমনিতে সোশ্যাল মিডিয়ায় তেমন আসেন না তিনি। এ বার যদিও এলেন, সম্পূর্ণ ভিন্ন রূপে ধরা দিলেন শিল্পপতি রতন টাটা। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে হেনস্থা এবং পরস্পরের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে মুখ খুললেন তিনি। জানালেন, এ বছর কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে একে অপরকে হেনস্থা না করে পরস্পরের পাশে থাকা উচিত। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই মন্তব্য প্রশংসা কুড়িয়েছে।

Advertisement

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি বিবৃতি প্রকাশ করেন রতন টাটা লেখেন, ‘‘কোনও না কোনও ভাবে এ বছর প্রত্যেকেই নানাবিধ চ্যালেঞ্জের মুখে পড়েছেন। ইদানিং দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আঘাত করছেন নেটাগরিকরা। পরস্পরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। আগু পিছু না ভেবে কারোর সম্পর্কে সিদ্ধান্ত নিয়ে ফেলছেন।’’

তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয়, বিশেষ করে এ বছর আমাদের হাতে হাত রেখে চলা উচিত। একে অপরকে হেয় না করে উচিত সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। পরস্পরের প্রতি আরও সংবেদনশীল এবং সহানুভূতিশীল হওয়া উচিত আমাদের।’’

Advertisement

🤍

A post shared by Ratan Tata (@ratantata) on

রতন টাটার পোস্ট।

রতন টাটার কথায়, ‘‘আমি খুব কমই অনলাইন থাকি। আশা করি, একে অপরকে হেনস্থা না করে, পরস্পরের পাশে থাকার জন্য়ই নুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন সকলে।’’

বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে গত কয়েক দিন ধরে উত্তাল সোশ্যাল মিডিয়া। কর্ণ জোহর থেকে সোনম কপূর, নেটাগরিকদের কটাক্ষে নাস্তানাবুদ হয়েছেন তাবড় তারকারা। লাগাতার আক্রমণের মুখে পড়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও বন্ধ করে দিয়েছেন অনেকে। তার মধ্যে রতন টাটার এই পোস্ট ভাইরাল হয়ে গিয়েছে।

টুইটারে রতন টাটার বিবৃতিটি রিটুইটও করেছেন অনেকে। কেউ কেউ তাঁকে ‘সত্যিকারের মানুষ’ বলেও উল্লেখ করেন। মেরুকরণের জমানায় একমাত্র তিনিই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন কেউ কেউ।

আরও পড়ুন: শর্তসাপেক্ষে পুরীর রথযাত্রায় অনুমতি দিল সুপ্রিম কোর্ট​

আরও পড়ুন: কাশ্মীর থেকে ঢুকেছে ৪-৫ জঙ্গি? দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা​

এর আগেও একাধিক বার নেটাগরিকদের মন জিতে নিয়েছেন রতন টাটা। এ বছর ফেব্রুয়ারিতে তাঁকে ‘ছোটু’ বলে উল্লেখ করেন এক মহিলা। তা নিয়ে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে ওই মহিলাকে হেনস্থা করা হয়। তাঁর উদ্দেশে কটূক্তিও ছুড়ে দেন অনেকে। সেই সময় ওই মহিলার পাশে দাঁড়ান রতন টাটা। সেই সময় তিনি বলেন, ‘‘আমাদের প্রত্যেকের মধ্যেই কোথাও না কোথাও একটি শিশু লুকিয়ে রয়েছে। অল্পবয়সি এই তরুণীকেও প্রত্যেকের সম্মান জানানো উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন