রাহুল গান্ধী।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর আড়ালে গুজরাতে ‘সুপরিকল্পিত ও সুকৌশলী ভোট চুরি’ চলছে বলে অভিযোগ করলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা রাহুল আজ এক্স হ্যান্ডলে এই দাবি করেছেন গুজরাত কংগ্রেসের একটি পোস্ট সঙ্গে জুড়ে। তাঁর কথায়, জাতীয় নির্বাচন কমিশন গণতন্ত্রের রক্ষক না হয়ে জালিয়াতির প্রক্রিয়ায় অন্যতম অংশীদার হয়ে উঠেছে। রাহুলের দাবি, মহারাষ্ট্রের রাজুরা এবং কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্র যে ভাবে প্রযুক্তি ব্যবহার করে গণহারে ভুয়ো ফর্ম-৭ জমা দিয়ে ভোটারদের নাম বাদের চেষ্টা হয়েছিল অতীতে, এখন সেটাই গুজরাত ও রাজস্থানে হচ্ছে। তাঁর দাবি, একই ব্যক্তির নাম ব্যবহার করে হাজার হাজার ভুয়ো আপত্তি দাখিল হচ্ছে। এ ভাবে বিশেষত দলিত, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এবং কংগ্রেস সমর্থক বেশি থাকা বুথগুলির ভোটারদের নাম বেছে বেছে তালিকা থেকে কাটা হচ্ছে। সংশ্লিষ্ট বিএলও অনেক ক্ষেত্রে যাচাই না করে নাম বাদ দিতে বাধ্য হচ্ছেন। রাহুল প্রক্রিয়াটিকে ‘রাষ্ট্র-পোষিত সংগঠিত জালিয়াতি’ আখ্যা দিয়েছেন। এ নিয়ে কমিশনের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে