National News

মানুষের যা পছন্দ, সেটাই খেতে পারেন, বললেন রবিশঙ্কর

মানুষ যা চান, যেটা খেতে পছন্দ করেন, তাই খেতে পারেন। এতে অন্যায়ের কিছু নেই। তবে প্রকাশ্যে পশুনিধনটা একেবারেই মেনে নেওয়া যায় না, বললেন রবিশঙ্কর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ২০:৫৩
Share:

যোগগুরু রবিশঙ্কর।-ফাইল চিত্র।

গোমাংস খাওয়ায় তেমন কোনও অপরাধ আছে বলে মনে করেন না যোগগুরু রবিশঙ্কর। তিনি মনে করেন, কে কী খাবেন বা না খাবেন, তা বেছে নেওয়ার পুরোপুরি অধিকার রয়েছে তাঁর। তবে প্রকাশ্যে পশুনিধনের ওপর বিধিনিষেধ আরোপ হওয়া উচিত।

Advertisement

শনিবার একটি সর্বভারতীয় ম্যাগাজিনে দেওয়া সাক্ষাৎকারে যোগগুরু রবিশঙ্কর বলেছেন, ‘‘মানুষ যা চান, যেটা খেতে পছন্দ করেন, তাই খেতে পারেন। এতে অন্যায়ের কিছু নেই। তবে প্রকাশ্যে পশুনিধনটা একেবারেই মেনে নেওয়া যায় না।’’

খোলাবাজারে গরু, মোষ বিক্রি বন্ধে কেন্দ্রীয় সরকার সম্প্রতি যে বিজ্ঞপ্তি জারি করেছে, তাকে অবশ্য পুরোপুরি সমর্থন করেছেন রবিশঙ্কর। গত মাস থেকে নতুন করে গজিয়ে ওঠা গোমাংস ইস্যুতে এই প্রথম মুখ খুললেন যোগগুরু। তাঁর কথায়, ‘‘কেন্দ্রীয় সরকারের বিধি মানুষের খাদ্যাভাসকে অস্বীকার করেনি। বরং যেটা শোভন, তাকেই মান্যতা দিয়েছে।’’

Advertisement

আরও পড়ুন- ঢোক গিলে নির্দেশ যোগীর, তাঁর জন্য কোনও আলাদা ব্যবস্থা নয়

গোমাংসের জন্য প্রকাশ্যে গরু জবাই করার পরিণাম কী হয়েছে, তা বোঝাতে গিয়ে যোগগুরু বলেছেন, ‘‘তামিলনাড়ুতে ৮৫ রকমের গরু, বাছুর ছিল। কিন্তু যথেচ্ছ গো-নিধনের ফলে তা কমতে কমতে এখন ২টিতে এসে দাঁড়িয়েছে। গো-নিধন বন্ধে শুধু ভারতেই নয়, কিউবাতেও এমন আইন রয়েছে। সেখানে গরু জবাই করলে জরিমানা দিতে হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন