RBI

আবার নতুন সিরিজের ৫০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক

এ বার রিজার্ভ ব্যাঙ্ক যে ৫০০ টাকার নোট বাজারে ছাড়তে চলেছে, তার ইনসেট লেটার হবে ‘এ’। নতুন এই নোটে আরবিআই-এর বর্তমান গর্ভনর উর্জিত পটেলের সই থাকছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জুন ২০১৭ ১৫:১৭
Share:

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

নতুন সিরিজের ৫০০ টাকার নোট আনছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। মঙ্গলবার আরবিআই-এর তরফে এই খবর জানানো হয়েছে। এখন যে ৫০০ টাকার নোট বাজারে চালছে, সেই সিরিজের নোটও চলবে। তবে বাজারে নোটের জোগান বাড়ানোর জন্য যে নতুন নোট ছাপা হবে, তা ‘ই’ সিরিজের বদলে ‘এ’ সিরিজের হবে বলে আরবিআই সূত্রে জানানো হয়েছে।

Advertisement

আরও পড়ুন: উর্জিতকে নিয়ে সরগরম রাজধানীর রাজনীতি

নোট বাতিলের পর বাজারে যে নতুন ৫০০ টাকার নোট আরবিআই ছেড়েছিল, সেই নোট ‘ই’ সিরিজের। অর্থাৎ মহাত্মা গাঁধীর ছবি দেওয়া এই নোটের ইনসেট লেটার হল ‘ই’। এ বার রিজার্ভ ব্যাঙ্ক যে ৫০০ টাকার নোট বাজারে ছাড়তে চলেছে, তার ইনসেট লেটার হবে ‘এ’। নতুন এই নোটে আরবিআই-এর বর্তমান গর্ভনর উর্জিত পটেলের সই থাকছে। তবে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হওয়ার পর বাজারে নতুন করে যে ৫০০ টাকার নোট ছাড়া হয়েছে, তার নকশার সঙ্গে এই নতুন সিরিজের নোটের নকশার কোনও ফারাক থাকবে না বলে আরবিআই সূত্রের খবর। ঠিক কবে এই নতুন সিরিজের নোট বাজারে আসছে, তা অবশ্য রিজার্ভ ব্যাঙ্ক জানায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement