Red Fort Blast

বিস্ফোরণে কেঁপে ওঠে ৪০ ফুট নীচে থাকা লালকেল্লা মেট্রো স্টেশনও! দিল্লিকাণ্ডে প্রকাশ্যে এল সিসিটিভির নতুন ফুটেজ

১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১১:১৬
Share:

লালকেল্লা মেট্রো স্টেশনের সেই সিসিটিভি ফুটেজ। ছবি: সংগৃহীত।

দিল্লির বিস্ফোরণের পর চার দিন কেটে গিয়েছে। একের পর এক নতুন তথ্য উঠে আসছে তদন্তে। তার মধ্যেই সে দিনের একটি নতুন সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এল। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাস্তা থেকে ৪০ ফুট নীচে থাকা লালকেল্লা মেট্রো স্টেশনও কেঁপে ওঠে।

Advertisement

এক মিনিটের একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) ভিডিয়োতে দেখা যাচ্ছে, মেট্রো থেকে নেমে যাত্রীরা বাইরে বেরোচ্ছেন। হঠাৎ কেঁপে উঠল মেট্রো স্টেশন। ভয়ে, আতঙ্কে যাত্রীরা ছোটাছুটি শুরু করে দিলেন। তার পরই একটা জোরালো শব্দ হয়। মেট্রো স্টেশনে থাকা নিরাপত্তারক্ষীরা যাত্রীদের সামলানোর চেষ্টা করেন।

১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে গাড়িতে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে ১৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। তদন্তে নেমে উঠে আসে ফরিদাবাদের ‘ডক্টর মডিউল’-এর তথ্য। বিস্ফোরণে গাড়িতে থাকা যে ব্যক্তির মৃত্যু হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয় যে ঘাতক গাড়ির চালক ছিলেন ফরিদাবাদের আল ফালাহ্‌ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক উমর-উন-নবি। ওই মডিউলের প্রথম হদিস মেলে জম্মু-কাশ্মীরের নওগামে। সেই সূত্র ধরে ফরিদাবাদে জঙ্গি মডিউলের হদিস পায় জম্মু-কাশ্মীর পুলিশ। বিস্ফোরণের ঘটনার আগের দিন ফরিদাবাদে তল্লাশি অভিযানে যায় জম্মু-কাশ্মীর পুলিশ। সেই তল্লাশি অভিযানে ২৯০০ কেজি বিস্ফোরক এবং অস্ত্র উদ্ধার হয়। গ্রেফতার করা হয় চিকিৎসক মুজ়াম্মিল শাকিল এবং শাহিন সইদ নামে দুই চিকিৎসককে।

Advertisement

তবে পালাতে সক্ষম হয়েছিলেন আর এক চিকিৎসক উমর। তল্লাশি অভিযানের খবর পেয়েই ফরিদাবাদ থেকে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে দিল্লিতে রওনা দেন। ১০ নভেম্বর সকাল থেকে দিল্লির একাধিক জায়গায় ঘোরাফেরা করেন। তার পর লালকেল্লা মেট্রোর কাছে গাড়ি পার্ক করিয়ে ৩-৪ ঘণ্টা অপেক্ষা করতে থাকেন। তার ঠিক কিছু ক্ষণ আগেই জম্মু-কাশ্মীর পুলিশের তরফে তাদের এক্স হ্যান্ডলে বার্তা দেওয়া হয়, ‘পালাতে পারলেও, লুকোতে পারবে না’। তার কয়েক মিনিট পরেই পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন উমর। লালকেল্লা মেট্রোর এক নম্বর গেটের কাছে পৌঁছোন। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে বিস্ফোরণ হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement