সুপ্রিম কোর্ট। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
পকসো-র অধীনে যৌন সম্পর্কে সম্মতির বয়স ১৮ থেকে কমিয়ে ১৬ বছর করার পক্ষে সওয়াল করলেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ। সুপ্রিম কোর্টে এক মামলায় আদালতবান্ধব হিসেবে এই সওয়াল করেছেন তিনি। কিন্তু সম্মতির বয়স কমানোর বিরোধিতা করেছে নরেন্দ্র মোদী সরকার।
মহিলাদের সুরক্ষা ও সম্মান রক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলায় আদালতবান্ধব হিসেবে নিযুক্ত হয়েছেন ইন্দিরা জয়সিংহ। ১৬ থেকে ১৮ বছর বয়সিদের মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কের ক্ষেত্রে পকসো আইন পুরোপুরি প্রয়োগ করা নিয়ে ভিন্নমত হয়েছে বিভিন্ন হাই কোর্ট। ফলে বিষয়টি নিয়ে মামলা এসেছে সুপ্রিম কোর্টে। এই মামলাগুলির মধ্যে অনেকগুলির ক্ষেত্রেই অভিযোগকারিণী জানিয়েছে, সম্মতির ভিত্তিতেই যৌনসম্পর্ক হয়েছিল।
জয়সিংহ তাঁর লিখিত সওয়ালে জানান, বর্তমানে পকসোয় অন্যায্য ভাবে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্কে থাকা কিশোর-কিশোরীদের শাস্তির ব্যবস্থা রয়েছে। স্বেচ্ছায় যৌন সম্পর্কে লিপ্ত ১৬ থেকে ১৮ বছর বয়সিদের ক্ষেত্রে আইনে ছাড় প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।
অন্য দিকে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, আঠারোর কাছাকাছি বয়সিদের জন্যব্যতিক্রমের ব্যবস্থা করলে নাবালক-নাবালিকাদের রক্ষার যে ভাবনা থেকে এই আইন তৈরি হয়েছে তাই ব্যর্থ হয়ে যাবে। এর ফলেনাবালক-নাবালিকা পাচার ও নির্যাতন বাড়তে পারে।
আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতার মতে, ‘‘আইনজীবী ইন্দিরা জয়সিংহের সওয়ালে প্রগতিশীল মনোভাবের ইঙ্গিত রয়েছে।’’ অন্য দিকে আইনজীবী সেলিম রহমানের মতে, ‘‘চিকিৎসাশাস্ত্রে বিশেষজ্ঞেরা যৌনক্রিয়ায় সম্মতিরযে বয়স নির্ধারণ করবেন তাই গ্রাহ্য হওয়া উচিত।’’
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে