‘দলিত’ শব্দ ব্যবহারে না, নির্দেশ কেন্দ্রের

সংবাদমাধ্যমে ‘দলিত’ শব্দটি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করল কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রক। সরকারের নির্দেশ, সাংবিধানিক পরিভাষা অনুযায়ী, তফসিলি জনজাতিই বলতে হবে। এর আগে নরেন্দ্র মোদী সরকারের সামাজিক ন্যায় মন্ত্রক রাজ্যগুলির জন্য নির্দেশ দিয়েছিল যে, সরকারি চিঠিপত্রে তফসিলি জনজাতি শব্দটিই ব্যবহার করতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১১
Share:

প্রতীকী ছবি।

সংবাদমাধ্যমে ‘দলিত’ শব্দটি ব্যবহার করা যাবে না বলে নির্দেশ জারি করল কেন্দ্রের তথ্য-সম্প্রচার মন্ত্রক। সরকারের নির্দেশ, সাংবিধানিক পরিভাষা অনুযায়ী, তফসিলি জনজাতিই বলতে হবে। এর আগে নরেন্দ্র মোদী সরকারের সামাজিক ন্যায় মন্ত্রক রাজ্যগুলির জন্য নির্দেশ দিয়েছিল যে, সরকারি চিঠিপত্রে তফসিলি জনজাতি শব্দটিই ব্যবহার করতে হবে। তবে সরকারের এই নীতি নিয়ে আপত্তি জানিয়ে বিজেপির তফসিলি জনজাতি সাংসদ উদিত রাজ বলেন, ‘‘দলিত শব্দটি তো প্রচলিত। উপদেশ হিসেবে ঠিক থাকলেও বাধ্যতামূলক করা উচিত নয়।’’

Advertisement

তফসিলি জনজাতির অধিকার নিয়ে লড়াই করা সংগঠনগুলির দাবি, এর সঙ্গে লড়াই করে আদায় করা পরিচিতি ও রাজনৈতিক তাৎপর্য জড়িত। সরকারের অবশ্য যুক্তি, বম্বে হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই এই সিদ্ধান্ত। কংগ্রেসের মুখপাত্র মনীশ তিওয়ারির প্রশ্ন, ‘‘অনেক রাজনৈতিক দলের সঙ্গেই দলিত শব্দ রয়েছে। মানুষ কী শব্দ উচ্চারণ করবে, সেটাও মোদী সরকার ঠিক করে দেবে?’’ কংগ্রেসের তফসিলি জনজাতির নেতা পি এল পুণিয়া অবশ্য সরকারের পক্ষে। তাঁর যুক্তি, ‘‘সংবিধানে কোথাও দলিত শব্দ নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন