Starlink in India

এয়ারটেলের পর এ বার জিয়ো, ভারতে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেবে মাস্কের স্টারলিঙ্ক

প্রতিদ্বন্দ্বী সংস্থা ভারতী এয়ারটেলের ঘোষণার এক দিনের মাথায় ইলনের সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষর করল জিয়ো। এ বার শুধু সরকারি অনুমোদন পেলেই স্টারলিঙ্কের দ্রুত গতির ইন্টারনেটের সুবিধা পাবেন ভারতের মানুষ।

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০২৫ ১১:০৪
Share:

(বাঁ দিকে) ইলন মাস্ক। মুকেশ অম্বানী (ডান দিকে) — ফাইল চিত্র।

এয়ারটেলের হাত ধরে ভারতে আসছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্স-এর স্টারলিঙ্ক ইন্টারনেট পরিষেবা। সেই ঘোষণার পর দিনই এয়ারটেলের দর্শানো পথে হাঁটল রিলায়্যান্স জিয়ো-ও। বুধবার জিয়ো জানিয়েছে, ভারতে স্টারলিঙ্কের ইন্টারনেট পরিষেবা আনার জন্য মাস্কের সংস্থার সঙ্গে ইতিমধ্যেই একটি চুক্তি স্বাক্ষর করেছে তারা। এ বার শুধু সরকারি অনুমোদন পেলেই স্টারলিঙ্কের দ্রুত গতির ইন্টারনেটের সুবিধা পাবেন ভারতের মানুষ।

Advertisement

প্রতিদ্বন্দ্বী সংস্থা ভারতী এয়ারটেলের ঘোষণার এক দিনের মাথায় টেসলা এবং স্পেসএক্স কর্তা ইলনের সংস্থার সঙ্গে চুক্তি স্বাক্ষরের কথা জানাল জিয়ো। মুকেশ অম্বানীর সংস্থা জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে স্টারলিঙ্ক ব্যবহার করে কী ভাবে জিয়ো এবং স্পেসএক্স— উভয়েরই পরিষেবাগুলিকে উন্নততর করা যায় এবং কী ভাবে দ্রুত গতির ইন্টারনেটের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া যায়, তা খুঁজে বার করা সম্ভব হবে। জিয়োর তরফে আরও জানানো হয়েছে, শুধু পরিষেবা প্রদান নয়, ব্যবহারকারীদের স্টারলিঙ্ক সংক্রান্ত অন্যান্য সুবিধাও প্রদান করবে জিয়ো। অফলাইনের পাশাপাশি অনলাইন স্টোরের মাধ্যমে পরিষেবা ক্রয় করা যাবে।

ইতিমধ্যেই স্পেসএক্স ভারত সরকারের কাছে নিরাপত্তাবিষয়ক ছাড়পত্রের জন্য আবেদন করেছে। তাদের আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে।

Advertisement

জিয়োর বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ব্যবহারকারীর সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম মোবাইল অপারেটর জিয়ো। অন্য দিকে, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থাদের মধ্যে স্টারলিঙ্ক বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। ফলে এই চুক্তির মাধ্যমে উভয়পক্ষই লাভবান হবে। সেই সঙ্গে ভারতের সবচেয়ে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলগুলি-সহ সারা দেশে নির্ভরযোগ্য ব্রডব্যান্ড পরিষেবা সরবরাহ করা সম্ভব হবে।’’ জিয়ো জানিয়েছে, সাশ্রয়ী মূল্যে দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জিয়োএয়ারফাইবার এবং জিয়োফাইবারের পরিপূরক হয়ে উঠবে স্টারলিঙ্ক।

জিয়ো-র সঙ্গে চুক্তি স্বাক্ষর নিয়ে উচ্ছ্বসিত স্পেসএক্স-ও। স্পেসএক্সের প্রেসিডেন্ট তথা চিফ অপারেটিং অফিসার গুইন শটওয়েল বলেন, ‘‘আমরা আরও বেশি গ্রাহক, সংস্থা এবং ব্যবসাকে স্টারলিঙ্কের দ্রুত গতির ইন্টারনেট পরিষেবা দিতে জিয়োর সঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন শুধু ভারত সরকারের অনুমোদন পাওয়ার অপেক্ষা!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement