National News

ঋণখেলাপিদের পাসপোর্ট সাসপেন্ড করার ভাবনা

যে ৯১ জনের নাম ওই তালিকায় আপাতত নথিভুক্ত হয়েছে, তাঁরা আর্থিক ক্ষমতা থাকা সত্ত্বেও ব্যাঙ্কের ঋণ মেটায়নি এমন ৪০০টি সংস্থার সঙ্গে যুক্ত। কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ওই ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে। ওই ঋণখেলাপিদের পাসপোর্টের যাবতীয় খুঁটিনাটিও অবিলম্বে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৮ ১৬:০০
Share:

প্রতীকী ছবি।

ব্যাঙ্কের ঋণ মেটায়নি এমন সংস্থার সঙ্গে জড়িত যাঁরা গ্রেফতারি ও তদন্ত এড়াতে দেশ থেকে পালাতে চাইছেন, তাঁদের রুখতে একটি তালিকা বানাচ্ছে কেন্দ্র। সেই তালিকায় আপাতত ৯১ জনের নাম রয়েছে। তাঁদের পাসপোর্ট সাসপেন্ড করা হতে পারে। একটি সরকারি সূত্র এই খবর দিয়েছে।

Advertisement

নাম প্রকাশে অনিচ্ছুক ওই সরকারি সূত্রটি জানিয়েছে, যে ৯১ জনের নাম ওই তালিকায় আপাতত নথিভুক্ত হয়েছে, তাঁরা আর্থিক ক্ষমতা থাকা সত্ত্বেও ব্যাঙ্কের ঋণ মেটায়নি এমন ৪০০টি সংস্থার সঙ্গে যুক্ত।

কেন্দ্র ইতিমধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিকে ওই ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বলেছে। ওই ঋণখেলাপিদের পাসপোর্টের যাবতীয় খুঁটিনাটিও অবিলম্বে জমা দিতে বলা হয়েছে।

Advertisement

তদন্ত শুরুর আগেই হিরে ব্যবসায়ী নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোক্সীর দেশ থেকে পালিয়ে যাওয়ার ঘটনা নিয়ে যখন সারা দেশে আলোড়ন, ঠিক সেই সময়েই ১০০ কোটি টাকা বা তারও বেশি অর্থ তছরুপের ঘটনায় যে অভিযুক্তরা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন, তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য একটি বিল আনা হয় সংসদে।

আরও পড়ুন- উত্তপ্ত কূটনীতি, ভারত থেকে রাষ্ট্রদূত ফিরিয়ে নিল পাকিস্তান​

আরও পড়ুন- রোহিঙ্গাদের আশ্রয় দিতে কি তৃণমূলের মদত

ওই সরকারি সূত্রটি বলছে, ব্যাঙ্ক ঋণখেলাপি ও অর্থ তছরুপের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সরকার আরও আঁটঘাট বেঁধে নামতে চাইছে। তাই ৯১ জনের ওই তালিকা বানানোর প্রস্তুতি শুরু হয়েছে। ব্যাঙ্ক ও নথিভুক্ত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছে, অন্তত ৫০ কোটি টাকা ঋণখেলাপ বা অর্থ তছরুপের ঘটনায় অভিযুক্ত হলেই তাঁদের পাসপোর্টের যাবতীয় খুঁটিনাটি বিদেশ মন্ত্রককে দিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন