নেট-প্রভাবী অনুনয় সুদ। — ফাইল চিত্র।
অতিরিক্ত মাদক সেবনের ফলেই মৃত্যু হয়েছিল নেট-প্রভাবী অনুনয় সুদের। এমনটাই বলছে আমেরিকার লস অ্যাঞ্জেলেসের পোর্টাল। নভেম্বরের শুরুতে লাস ভেগাসের হোটেলের একটি ঘর থেকে উদ্ধার হয়েছিল অনুনয়ের দেহ। পুলিশের রিপোর্ট বলছে, দেহের পাশে মিলেছিল মাদক।
সমাজমাধ্যমে অনুনয়ের অনুগামীর সংখ্যা ১৫ লক্ষের বেশি। সম্প্রতি একটি গাড়ির প্রদর্শনী দেখতে লাস ভেগাসে গিয়েছিলেন তিনি। ৪ নভেম্বর সেখানকার হোটেলের ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। সমাজমাধ্যমের একটি রিপোর্টে দাবি, অনুনয়ের সঙ্গে যে মহিলা ছিলেন হোটেলের ঘরে, তিনি পুলিশকে জানিয়েছিলেন, ভোর ৪টে নাগাদ এক ব্যক্তির থেকে মাদক কিনেছিলেন। ওই মহিলার দাবি, সম্ভবত কোকেন কিনেছিলেন তিনি।
ঘটনাস্থল অর্থাৎ হোটেলের ওই কামরা থেকে একটি সাদা পাউডারের প্যাকেট বাজেয়াপ্ত করেছিল পুলিশ। মনে করা হচ্ছে, সেটিই কিনেছিলেন অনুনয়। তিনি এবং তাঁর ঘনিষ্ঠেরা সেই মাদক সেবক করেছিলেন।
গত সপ্তাহে সমাজমাধ্যমে অনুনয়ের মৃত্যু কথা জানিয়েছে তাঁর পরিবার। সদস্যেরা তাঁদের গোপনীয়তা বজায় রাখার জন্য আর্জি জানিয়েছিলেন। অনুনয়ের শেষ পোস্টে দেখা গিয়েছিল, লাস ভেগাসে রয়েছেন তিনি। এর আগে লাস ভেগাস পুলিশ জানায়, ৪ নভেম্বর হোটেলের ঘর থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে মৃত্যু, তা নিয়ে কিছু জানায়নি পুলিশ। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
নিজের বেড়াতে যাওয়ার ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ করতেন অনুনয়। ৪৬টি দেশ ঘোরা হয়ে গিয়েছে তাঁর। দুবাইয়ে মার্কেটিং সংস্থাও খুলেছিলেন।