Gopalkrishna Gandhi

উপরাষ্ট্রপতি ভোট শেষ, একটু পরই ফল

এ ক্ষেত্রে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সদস্যরাই ভোট দিতে পারেন। আজ গোপন ব্যালটে ভোট দেন সাংসদরা।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৭ ১১:১০
Share:

উপরাষ্ট্রপতি হচ্ছেন কে নাইডু না গাঁধী, জানা যাবে আজ সন্ধ্যায়।— ফাইল চিত্র।

বেঙ্কাইয়া নাইডু না গোপালকৃষ্ণ গাঁধী। কে হতে চলেছেন দেশের আগামী উপরাষ্ট্রপতি? জানা যাবে আজ সন্ধ্যাতেই।

Advertisement

আরও পড়ুন: আজ নিশ্চিত বেঙ্কাইয়া, অঙ্ক শুরু মোদীর

পূর্বনির্ধারিত সময় মতো শনিবার সকাল ১০টা থেকে সংসদ শুরু হয় উপরাষ্ট্রপতি নির্বাচন। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। আজই সন্ধ্যা সাতটার পর হবে ফল ঘোষণা। বড় কোনও অঘটন না ঘটলে উষাপতি বেঙ্কাইয়া নাইডুর পরবর্তী উপরাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। বর্তমান উপরাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ অগস্ট।

Advertisement

রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপ্তি ততটা নয়। এ ক্ষেত্রে শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সদস্যরাই ভোট দিতে পারেন। আজ গোপন ব্যালটে ভোট দেন সাংসদরা।

আরও পড়ুন: গরিব-স্বার্থেই হবে সংস্কার, দাবি অরুণ জেটলির

সংসদের দুই কক্ষ মিলিয়ে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। লোকসভা ও রাজ্যসভায় বিজেপি তথা এনডিএ-র শক্তি যথাক্রমে ৩৩৮ ও ৭৫ জন সাংসদের। সব মিলিয়ে সংখ্যাটা ৪১৩। যা দুই সভার মোট আসন ৭৭৬-এর অর্ধেক ৩৮৮-এর চেয়ে বেশি। ফলে নিজেদের প্রার্থী নাইডুকে জেতাতে মোদী-শাহদের সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। তবে মোদীর সঙ্গে হাত মেলালেও নীতীশের জেডিইউ কিন্তু বিরোধী প্রার্থী গোপালকৃষ্ণ গাঁধীর দিকেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন