গুলশনের হোলি আর্টিজান বেকারির হামলায় ব্যবহৃত রাইফেলগুলি বিহারের মুঙ্গের থেকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকেছিল বলে জানাল পুলিশ। বাংলাদেশ পুলিশের জঙ্গিদমন বিভাগের প্রধান মনিরুল ইসলাম মঙ্গলবার জানান, বিদেশ থেকে আসা একে-২২ রাইফেলের টুকরোগুলি মুঙ্গেরের একটি কারখানায় জোড়ার পরে চোরাচালান করে বাংলাদেশে আনা হয়। গুলশনে হামলার অন্তত এক মাস আগে চাঁপাইনবাবগঞ্জথেকে সেগুলি ঢাকায় আমের পেটিতে করে লুকিয়ে আনা হয়। মনিরুলইসলাম জানান, অস্ত্রবাহকরা চিহ্নিত হয়েছে।