দেবেন্দ্র ফডণবীস। —ফাইল চিত্র।
মহারাষ্ট্রে ক্ষমতা দখলের মাত্র তিন মাসও কাটেনি, তার মধ্যেই ফাটলের ইঙ্গিত বিজেপি ও শিবসেনায়। মনোমালিন্যের সূত্রপাত, বিগত সরকারের সিদ্ধান্তগুলি নিয়ে। শিবসেনা প্রধান একনাথ শিন্দের নেতৃত্বাধীন সরকার যে সব সিদ্ধান্ত নিয়েছিল, সেগুলি হয় বাতিল অথবা পর্যালোচনা করছে দেবেন্দ্র ফডণবীস সরকার।
গত কাল ফডণবীস সরকার কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য প্রদানে একটি নীতি প্রণয়নের লক্ষ্যে ছয় সদস্যের কমিটি গঠনের কথা ঘোষণা করে। তার সুপারিশের ভিত্তিতে ভবিষ্যতে কৃষকদের থেকে ফসল কিনতে নোডাল এজেন্সি নিয়োগ করা হবে। ফলে শিন্দে সরকার যে নোডাল এজেন্সি গড়েছিল, সেগুলির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। বিজেপির যুক্তি, ওই এজেন্সিগুলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় নতুন নীতি আনা হচ্ছে। শিন্দে আজ প্রয়াগরাজে গিয়েছেন। এ নিয়ে তিনি মন্তব্য না করলেও, তাঁর শিবিরের মতে, নোডাল এজেন্সির মাধ্যমে নিজেদের লোকেদের ফায়দা পাইয়ে দিতে চাইছে বিজেপি। শিবসেনার মতে, বিজেপি সব ক্ষেত্রে খবরদারি করেছে। বিজেপির পাল্টা, সব হচ্ছে নিয়ম মেনে।
সব কিছু দেখে ক্ষুব্ধ শিন্দে বলেছেন, “আমাকে হালকা ভাবে নেওয়া ঠিক না।২০২২ সালে হালকা ভাবে নেওয়া হয়েছিল, কিন্তু তৎকালীন সরকারকে ফেলে দিয়েছিলাম।”
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে