Coronavirus

বাড়ছে সুস্থতার হার, দাবি মন্ত্রকের

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১ হাজার ২২৫ জন। মৃত্যুর হার আরও কমে হয়েছে ২.১৩ শতাংশ।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২০ ০৪:৩৯
Share:

প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ৫১ হাজারের বেশি কোভিড রোগী সুস্থ হয়ে উঠেছেন বলে দাবি করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। দৈনিক রেকর্ড অনুযায়ী যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। মন্ত্রক এ-ও জানিয়েছে, করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আজ ১১ লক্ষ ৪৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। সুস্থতার হার ৬৫.৪৪ শতাংশ। তারা বলেছে, ‘‘কেন্দ্র, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সঠিক সমন্বয় ও সামনের সারিতে থেকে লড়া স্বাস্থ্যকর্মী ও অন্যান্যদের স্বার্থহীন কর্মকাণ্ডের ফলেই এভাবে সুস্থতার দিকে এগোচ্ছি আমরা।’’

Advertisement

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত এক দিনে সুস্থ হয়ে উঠে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৫১ হাজার ২২৫ জন। মৃত্যুর হার আরও কমে হয়েছে ২.১৩ শতাংশ। এক বিবৃতিতে তারা বলেছে, ‘‘অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ক্রমশ বাড়ছে। ১০ জুন প্রথমবার অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়ে ১ হাজার ৫৭৩ জন। সেটাই আজ বেড়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৭৭ হাজার ৮৯৯।’’

তা সত্ত্বেও উদ্বেগ কাটছে না। আজ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ১৭ লক্ষ ৫০ হাজার ছাড়িয়ে গিয়েছে। এক দিনে আক্রান্ত হয়েছেন ৫৪ হাজারের বেশি মানুষ। মৃত ৮৫৩ জন। এই অবস্থায় প্রত্যেকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি পাঠিয়ে কেন্দ্র বলেছে, হাসপাতালে ভর্তি কোভিড রেগীদের মোবাইল ফোন ও ট্যাবলেট ব্যবহার করার অনুমতি দিতে হবে। যাতে তাঁরা পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে পারেন। এতে তাঁরা মানসিক বল পাবেন। যদিও হাসপাতালের ওয়ার্ডে মোবাইল ব্যবহারে বাধা নেই, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে রোগীর পরিজনের থেকে পাওয়া অভিযোগের কারণে চিঠি পাঠিয়ে এই নির্দেশ দিয়েছে কেন্দ্র। চিঠিতে লেখা হয়েছে, ‘‘সামাজিক যোগাযোগ রোগীকে শান্ত থাকতে সাহায্য করবে। পাশাপাশি, পরিজনের মানসিক সমর্থন পাবেন। তাই প্রত্যেক রোগীকে মোবাইল ফোন ব্যবহারের সুবিধা দেওয়া হোক।’’

Advertisement

আরও পড়ুন: যানহীন পথঘাট, ছেলের কাঁধই ভরসা

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন