Tejashwi Yadav

‘মাত্র ৫ ফুট দূরে ছিল’, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা তেজস্বীর, লরির ধাক্কায় লালু-পুত্রের তিন রক্ষী আহত

তেজস্বী যাদব জানান, দলের কয়েক জন নেতাকে নিয়ে পটনার মধেপুরা থেকে ফিরছিলেন। চা খাওয়ার জন্য হাইওয়ের ধারে গাড়ি থামিয়েছিলেন। তখনই ওই দুর্ঘটনা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৭ জুন ২০২৫ ১৪:০৫
Share:

তেজস্বী যাদব। —ফাইল চিত্র।

বড় দুর্ঘটনার থেকে রক্ষা পেলেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) নেতা তথা বিহারের বিরোধী দলনেতা তেজস্বী যাদব। শুক্রবার গভীর রাতে বৈশালী জেলায় গরৌলে ২২ নম্বর জাতীয় সড়কে লালু-পুত্রের কনভয় দুর্ঘটনার মুখে পড়ে। তাঁর তিন নিরাপত্তাকর্মী জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

শুক্রবার রাত দেড়টা নাগাদ একটি লরি তেজস্বীর কনভয়ের কয়েকটি গাড়িকে ধাক্কা মারে। তাতে জখম হন বিহারের বিরোধী দলনেতার তিন নিরাপত্তাকর্মী। তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার তেজস্বী জানান, দলের কয়েক জন নেতাকে নিয়ে পটনার মধেপুরা থেকে ফিরছিলেন। চা খাওয়ার জন্য হাইওয়ের ধারে গাড়ি থামিয়েছিলেন। তখনই ওই দুর্ঘটনা হয়।

তেজস্বী বলেন, ‘‘একটি কর্মসূচি শেষ করে আমরা মধেপুরা থেকে ফিরছিলাম। একটা জায়গায় গাড়ি থামাই চা খাব বলে। তখনই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে আমার কনভয়ের দু’-তিনটে গাড়িতে ধাক্কা মারে। আমার চোখের সামনেই ঘটেছে গোটা ব্যাপারটা। কয়েক জন নিরাপত্তারক্ষী দাঁড়িয়েছিলেন রাস্তার পাশে। তাঁদের মধ্যে তিন জন জখম হয়েছেন।’’ তাঁর সংযোজন, ‘‘আমার কাছ থেকে মাত্র পাঁচ ফুট দূরে দুর্ঘটনা হয়েছে। আর একটু এ দিক-ও দিক হলেই আমাদের ধাক্কা দিত লরিটা।’’

Advertisement

লরিচালককে আটক করেছে পুলিশ। তেজস্বীর নিরাপত্তারক্ষীদের চিকিৎসা চলছে হাজিপুরে সদর হাসপাতালে। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement