অরবিন্দ কেজরীওয়াল। —ফাইল চিত্র।
দিল্লির আবগারি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনের দু’টি মামলা থেকে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রতিষ্ঠাতা-প্রধান অরবিন্দ কেজরীওয়ালকে মুক্তি দিল আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দায়ের করা ওই দু’টি মামলা থেকে মুক্তি পাওয়ার পরেই বৃহস্পতিবার কেজরীওয়াল সমাজমাধ্যমে লিখলেন ‘সত্যমেব জয়তে’।
আপ সরকারের জমানায় দিল্লিতে আবগারি লাইসেন্স বণ্টন সংক্রান্ত নীতিতে বেআইনি আর্থিক লেনদেন সংক্রান্ত অনিয়মের অভিযোগে ইডি পাঁচটি সমন পাঠালেও তা এড়িয়ে যাওয়ার অভিযোগে কেজরীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। বেআইনি আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ)-এর ৫০ নম্বর ধারায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিরুদ্ধে ওই দু’টি মামলা করেছিল ইডি। কিন্তু রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক পরশ দালাল মামলা দু’টি খারিজ করে দেন।
২০২৪ সালের ২১ মার্চ নীতিবদল সংক্রান্ত দুর্নীতি মামলায় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। একই মামলায় সিবিআই তাঁকে ২৬ জুন শোন অ্যারেস্ট (গ্রেফতার হওয়া ব্যক্তিকে নতুন করে হেফাজতে নেওয়া) করে। সুপ্রিম কোর্ট তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছিল। ২০২৪ সালের ১৩ সেপ্টেম্বর জেল থেকে বেরিয়ে কেজরী দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। মুখ্যমন্ত্রী হয়েছিলেন তাঁর ঘনিষ্ঠ আতিশি মার্লেনা। কিন্তু আবগারি দুর্নীতি মামলার বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। গত বছর দিল্লির বিধানসভা ভোটে পর্যুদস্ত হয় আপ। নয়াদিল্লি আসনে বিজেপি প্রতিদ্বন্দ্বী প্রবেশ বর্মার কাছে পরাস্ত হন কেজরী স্বয়ং।