পাক দূতের আমন্ত্রণ বাতিল করল সঙ্ঘ

পাক-হাইকমিশনারকে ইফতারে আমন্ত্রণ করেও তা প্রত্যাহার করে নিল আরএসএসের সংখ্যালঘু সংগঠন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামে ওই সংগঠনটি আগামী শনিবার সংসদের অ্যানেক্স ভবনে ইফতারের আয়োজন করেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০৩:০২
Share:

পাক-হাইকমিশনারকে ইফতারে আমন্ত্রণ করেও তা প্রত্যাহার করে নিল আরএসএসের সংখ্যালঘু সংগঠন। মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ নামে ওই সংগঠনটি আগামী শনিবার সংসদের অ্যানেক্স ভবনে ইফতারের আয়োজন করেছে। সেখানে প্রায় ১৪০টি দেশের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছে। যার মধ্যে ছিলেন পাক হাইকমিশনার আব্দুল বাসিতও। কিন্তু পাম্পোরের ঘটনার পরও পাক হাইকমিশনার তার নিন্দা না করায় আরএসএসের সংগঠন আজ সিদ্ধান্ত নিয়েছে, তাঁর আমন্ত্রণ প্রত্যাহার করে নেওয়া হবে।

Advertisement

সংগঠনটির আহ্বায়ক মহম্মদ আফজল বলেন, ‘‘আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করতে চেয়েছিলাম। ভেবেছিলাম, সংস্কৃতি ও সামাজিক মেলবন্ধনের মাধ্যমে আমাদের যোগসূত্র আরও বাড়াতে। কিন্তু যেখানে আমাদের জওয়ানরা মারা যাচ্ছেন, সেখানে বাসিতের প্রতিক্রিয়া আমাদের হতাশ করেছে। তাই পাকিস্তানকে আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছি।’’

সঙ্ঘ সূত্রেই বলা হচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কাল যে ভাবে পাকিস্তানের আক্রমণের জবাব বোমা ও বন্দুক দিয়ে চলবে বলে জানিয়েছেন, তাতে সঙ্ঘ আরও তেতে গিয়েছে। যে কারণে স্বদেশি জাগরণ মঞ্চের কর্মীরা আজ দিল্লিতে চিনা দূতাবাসের সামনেও বিক্ষোভ দেখায়। বেজিং যে ভাবে এনএসজি-তে ভারতকে নেওয়ার বিরোধিতা করেছে, স্বদেশি জাগরণ মঞ্চ তার প্রতিবাদে দেশ জুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন