National News

ঝাড়খণ্ডে আরএসএস-এর ‘ঘর ওয়াপসি’, ধর্মান্তরণ ৫৩টি পরিবারের

ঝাড়খণ্ডে ধর্মান্তরণ প্রক্রিয়া ‘ঘর ওয়াপসি’ শুরু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। উপজাতি সম্প্রদায়ের ৫৩টি পরিবারকে খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি আরএসএস-এর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ১৭:১০
Share:

ছবি: সংগৃহীত।

ঝাড়খণ্ডে ধর্মান্তরণ প্রক্রিয়া ‘ঘর ওয়াপসি’ শুরু করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। উপজাতি সম্প্রদায়ের ৫৩টি পরিবারকে খ্রিস্ট ধর্ম থেকে হিন্দু ধর্মে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি আরএসএস-এর। আর এই ‘ঘর ওয়াপসি’র নেতৃত্বের পুরোভাগে ছিলেন আরএসএস নেতা লক্ষ্মণ সিংহ মুণ্ডা। ঝাড়খণ্ডকে খ্রিস্টানমুক্ত করতেই এই আয়োজন বলে জানিয়েছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: প্রবাসী স্বামীর প্রতারণা, সুষমার দ্বারস্থ পঞ্জাবি মহিলা

ঝাড়খণ্ডে প্রচুর উপজাতি মানুষের বাস। সম্প্রতি আদমসুমারির তথ্য বলছে, সেখানে সেখানে প্রায় সাড়ে ৩ কোটি জনসংখ্যার মধ্যে ৬৭.৮ শতাংশ হিন্দু এবং ৪.৩ শতাংশ খ্রিস্টান। আরএসএস-এর দাবি, ক্রমে সে রাজ্যা খ্রিস্টানের সংখ্যা বাড়ছে। উপজাতি মানুষের অসহায়তার সুযোগ নিয়ে গোপনে ধর্মান্তরণ প্রক্রিয়া চালাচ্ছে মিশনারিরা। সেই সব ধর্মান্তরিত মানুষদের তাঁদের মূল ধর্মে ফিরিয়ে আনাই লক্ষ্য বলে জানিয়েছে আরএসএস। আর সে কারণেই শুরু হয়েছে ‘ঘর ওয়াপসি’ প্রক্রিয়া।⁠⁠⁠⁠

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন