National News

গুজরাত বিধানসভায় ধুন্ধুমার, সাসপেন্ড ৩ কংগ্রেস বিধায়ক

প্রশ্নোত্তর পর্বের পরে গোলমাল শুরু হয় বুধবার। অমদাবাদে আসারাম আশ্রমে ২০০৮ সালে দুই শিশুর মৃত্যুর বিষয়ে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে চান কংগ্রেস বিধায়ক বিক্রম মাডম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৮ ২২:০৪
Share:

গুজরাত বিধানসভা। —ফাইল চিত্র।

তুমুল গোলমালে উত্তপ্ত হয়ে উঠল গুজরাত বিধানসভা। বিজেপি বিধায়কের দিকে মাইক্রোফোন ছুড়লেন কংগ্রেস বিধায়ক। তিন জনকে বিধানসভা থেকে সাসপেন্ড করে দিলেন স্পিকার। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তাল গুজরাতের রাজনীতি।

Advertisement

প্রশ্নোত্তর পর্বের পরে গোলমাল শুরু হয় বুধবার। অমদাবাদে আসারাম আশ্রমে ২০০৮ সালে দুই শিশুর মৃত্যুর বিষয়ে পয়েন্ট অব অর্ডার উত্থাপন করতে চান কংগ্রেস বিধায়ক বিক্রম মাডম। ও ঘটনার তদন্তের জন্য যে কমিশন গঠিত হয়েছিল, তার রিপোর্ট কি সরকার আদৌ প্রকাশ্যে আনতে চায়? এই প্রশ্নই তুলতে চাইছিলেন মাডম। কিন্তু স্পিকার রাজেন্দ্র তিওয়ারি অনুমতি দেননি।

মাডমের দাবি স্পিকার না মানায়, অন্য কংগ্রেস বিধায়করাও একে একে হইচই শুরু করে দেন। মাডমের পাশে দাঁড়িয়ে সবচেয়ে বেশি হট্টগোল শুরু করেন অমরীশ ডের, প্রতাপ দুধত এবং বলদেব ঠাকোর নামে তিন কংগ্রেস বিধায়ক। অভিযোগ বিজেপির।

Advertisement

আরও পড়ুন: ‘প্রেস্টিজ’ লড়াইয়ে হেরে যোগী বললেন রায় শিরোধার্য

বিজেপি বিধায়করাও হইচই শুরু করে দেন কংগ্রেসের দাবির বিরোধিতায়। হইচই-এর মাঝে বিজেপির জগদীশ পাঞ্চাল কংগ্রেসের প্রতাপ দুধতকে আপত্তিকর কিছু বলেন বলে কংগ্রেসের দাবি। দুধত আচমকা তেড়ে যান পাঞ্চালের দিকে, একটি টেবিল থেকে মাইক্রোফোন তুলে নেন এবং ছুড়ে মারেন পাঞ্চালকে লক্ষ্য করে।

দেখুন ভিডিও:

মাইক্রোফোন বিজেপি বিধায়কের গায়ে লাগেনি। কিন্তু ঘটনার আকস্মিকতায় চমকে যায় গোটা বিধানসভা। তুমুল হট্টগোল শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে। স্পিকার সভা মুলতুবি করে দেন।

প্রতাপ দুধত এবং অমরীশ ডেরকে তিন বছরের জন্য সাসপেন্ড করেছেন স্পিকার। বলদেব ঠাকোরকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। স্পিকারের সিদ্ধান্তের তুমুল বিরোধিতা শুরু করেছে গুজরাত প্রদেশ কংগ্রেস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement