S jaishankar

Russia-Ukraine War: মূল্যবোধ আর স্বার্থের নিরিখেই অবস্থান নেবে ভারত, রুশ-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বিদেশমন্ত্রী

আমেরিকা-সহ পশ্চিনী দেশগুলির ধারাবাহিক চাপ সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভারসাম্যের কূটনীতি’ অনুসরণ করছে ভারত।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুন ২০২২ ০৯:১০
Share:

ফাইল চিত্র।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কোনও পক্ষ না নেওয়ায় আন্তর্জাতিক মঞ্চে দৃঢ় হয়েছে বলে দাবি করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এ বিষয়ে সরকারের ‘নিরপেক্ষ’ অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘‘তবে এর মানে এই নয়, অন্য দেশের সঙ্গে মতবিরোধ ঘটার সম্ভাবনা এড়াতে আমরা বেড়ার উপর বসে আছি। আমরা নিজেদের মাটিতেই রয়েছি।’’

Advertisement

আমেরিকা-সহ পশ্চিনী দেশগুলির ধারাবাহিক চাপ সত্ত্বেও ইউক্রেন যুদ্ধ নিয়ে ‘ভারসাম্যের কূটনীতি’ অনুসরণ করছে ভারত। তিন বার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠক এবং সাধারণ সভায় ইউক্রেনে হামলা নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাব ঘিরে ভোটাভুটি এড়িয়ে গিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি জানিয়েছেন, সঙ্ঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান চায় নয়াদিল্লি।

শুধু তাই নয়, যুদ্ধের আবহে রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ নয়াদিল্লি এসে শস্তায় ভারতকে অশোধিত তেল বিক্রির বিলি ব্যবস্থা নিয়ে দীর্ঘ বৈঠকও করে গিয়েছেন। এ ক্ষেত্রে রাশিয়ার উপর আমেরিকা ও ইউরোপের দেশগুলি যে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে, তা অনুসরণ করা হবে না বলেও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

Advertisement

সাম্প্রতিক কালে নয়াদিল্লি-ওয়াশিংটন সঙ্গে সামরিক এবং আর্থিক সহযোগিতা অনেক দৃঢ় হয়েছে। চিনের মোকাবিলায়, আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত ‘কোয়াড’ জোটেও যোগ দিয়েছে ভারত। ইউক্রেন যুদ্ধের আবহ সেই সহযোগিতার আবহ ক্ষতিগ্রস্ত করবে কি না জানতে চাওয়া হলে জয়শঙ্কর বলেন, ‘‘আমি মনে করি না, আমাদের কোনও জোটে যোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। যে কোনও পরিস্থিতিতেই ভারত তার মূল্যবোধ এবং স্বার্থের ভিত্তিতে অবস্থান নেবে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন