Russia

Russia-Ukraine War: যুদ্ধাস্ত্রের সঙ্গে সেলফি নয়, শিখতে হবে কিছু রুশ শব্দ, ইউক্রেনে আটকে পড়াদের জন্য নির্দেশিকা ভারতের

রাস্তায় পড়ে থাকা কোনও না ফাটা মর্টার, কিংবা সেনাকর্মী, যুদ্ধের সাঁজোয়া গাড়ির সঙ্গে সেলফি তোলা নিষিদ্ধ। ইউক্রেনে আটকে প়ড়া ভারতীয়দের কোনও রকম বিক্ষোভে অংশ নিতেও মানা করে দেওয়া হয়েছে। নেটমাধ্যমে এই সংক্রান্ত কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ মার্চ ২০২২ ২৩:১৫
Share:

ফাইল ছবি।

যে কোনও সময় শুরু হতে পারে আকাশ থেকে হামলা। যুদ্ধ বিমান বা ড্রোন থেকে ছোড়া হতে পারে ক্ষেপণাস্ত্র। ঘরে ঢুকে পড়তে পারে অস্ত্রধারী সেনারাও। সর্বোপরি রয়েছে মলোটোভ ককটেলের ভয়। সুতরাং থাকতে হবে অতি সাবধানে। সন্তর্পণে। ক্রমশ ভয়াবহ দিকে মোড় নেওয়া ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল ভারত। তাতে স্পষ্ট বলা হয়েছে, আটকে পড়া পড়ুয়া কিংবা ভারতীয় নাগরিকরা কী কী করতে পারবেন এবং কী পারবেন না। সরকারি হিসেব বলছে, এখনও অন্তত চার হাজার ভারতীয় খারকিভেই আটকে রয়েছেন। তাঁদের অধিকাংশই মেডিক্যাল পড়ুয়া।

নির্দেশিকায় বলা হয়েছে, খুব প্রয়োজন ছাড়া বাঙ্কার থেকে বেরোতে পারবেন না পড়ুয়া কিংবা ভারতীয় নাগরিকরা। নিষেধ করা হয়েছে, মোবাইল ফোনের অত্যধিক ব্যবহারেও। সে ক্ষেত্রে পরামর্শ দেওয়া হয়েছে, ফোনের ব্যাটারি সুরক্ষিত রাখতে অপ্রয়োজনীয় সমস্ত অ্যাপ মোবাইল থেকে মুছে ফেলতে। যতটা সম্ভব অ়ডিয়ো ব্যবহার কমানোরও কথা বলা হয়েছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে, সেখানেই সমস্ত প্রয়োজনীয় কথা বলতে। সর্বাধিক ১০ জন করে এক একটি গোষ্ঠী তৈরি করে তার এক জন ‘কো অর্ডিনেটর’ থাকবেন। তিনিই বাইরের দুনিয়ার সঙ্গে কথপোকথন চালাবেন। প্রত্যেককে কয়েকটি প্রয়োজনীয় রাশিয়ান শব্দ শিখে নিতে বলা হয়েছে। যেমন, আমরা ছাত্র, আমরা ভারত থেকে এসেছি, আমরা সংঘর্ষে যুক্ত নই, দয়া করে আমাদের কোনও ক্ষতি করবেন না, আমাদের সাহায্য করুন প্রভৃতি।

Advertisement

ইউক্রেনের বাঙ্কারগুলোতে ইতিমধ্যেই পানীয় জল ও খাবারের সঙ্কট দেখা দিতে শুরু করেছে। কতদিন এই অবস্থায় থাকতে হবে, তারও কোনও নিশ্চয়তা নেই। এই পরিস্থিতিতে এক বেলার খাওয়ার খাবার পরামর্শ দিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। দেহে যাতে কোনও ভাবেই জলের অভাব না হয়, সে দিকেও নজর রাখতে বলা হয়েছে। একটি ব্যাগে পাসপোর্ট, পরিচয়পত্র, প্রাণদায়ী ওষুধ, টর্চ রাখতে হবে। যদি একান্তই বাঙ্কারের বাইরে বেরোতে হয়, তাহলে সম্পূর্ণ তথ্য যেন ‘কো অর্ডিনেটর’-এর কাছে থাকে। রাস্তায় বেরোলে পথের একেবারে ধার দিয়ে হাঁটতে হবে। কোনও অবস্থাতেই রাস্তা পেরনো যাবে না। সবচেয়ে ভাল হয়, যদি দলের হাতে থাকে সাদা পতাকা। রাস্তায় পড়ে থাকা কোনও না ফাটা মর্টার, কিংবা সেনাকর্মী, যুদ্ধের সাঁজোয়া গাড়ির সঙ্গে সেলফি তোলা নিষিদ্ধ। ইউক্রেনে আটকে প়ড়া ভারতীয়দের কোনও রকম বিক্ষোভে অংশ নিতেও মানা করে দেওয়া হয়েছে। নেটমাধ্যমে এই সংক্রান্ত কোনও মন্তব্য করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন