ভারত-চিন একসঙ্গে চলুক, বার্তা জয়শঙ্করের

মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় রাখা বা পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হিসেবে ভারতকে স্বীকৃতি। পুরনো দাবিগুলিকে ফের আলোচনার টেবিলে টেনে এনে বেজিং-এর উপর চাপ বাড়াল ভারত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১২
Share:

মাসুদ আজহারকে রাষ্ট্রপুঞ্জের জঙ্গি তালিকায় রাখা বা পরমাণু জ্বালানি সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হিসেবে ভারতকে স্বীকৃতি। পুরনো দাবিগুলিকে ফের আলোচনার টেবিলে টেনে এনে বেজিং-এর উপর চাপ বাড়াল ভারত। কিন্তু মতভেদের মধ্যে চিনের কাছে নতুন প্রস্তাবও আনল নয়াদিল্লি। ট্রাম্প জমানায় তৈরি হওয়া অনিশ্চয়তার মোকাবিলায় দু’দেশকে একসঙ্গে পা ফেলার পরামর্শ দিলেন বিদেশসচিব জয়শঙ্কর।

Advertisement

আজ বেজিং-এ জয়শঙ্কর ও চিনের বিদেশ প্রতিমন্ত্রী ঝাং ইয়েসু ই-এর বৈঠকটি তাৎপর্যপূর্ণ। ট্রাম্প ক্ষমতায় আসার পরই ড্রাগনের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে হোয়াইট হাউস। সূত্রের বক্তব্য, কোণঠাসা চিনের উপর আরও চাপ বাড়িয়ে নিজেদের কাজ হাসিল করার এটাই সেরা সময়। সে কারণেই এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তি ও মাসুদকে রাষ্ট্রপুঞ্জের নিষিদ্ধ জঙ্গি তালিকাভূক্ত করার কথা চিনের সামনে তুলে ধরেন জয়শঙ্কর। বৈঠকে তিনি বলেন, আমেরিকা নিজের অর্থনীতি ঘিরে পাঁচিল তুলতে চাইছে। ফলে বিশ্বে অর্থনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ভারত-চিন এত দিন খোলা অর্থনীতির ফায়দা পেয়ে এসেছে। ফলে বর্তমানের সঙ্কটজনক পরিস্থিতিতে চিনের উচিত ভারতের সঙ্গে সম্পর্ককে মজবুত করে একসঙ্গে পা ফেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন