National news

শবরীমালায় ফের বিক্ষোভ মহিলাকে ঘিরে, খবর করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক

ছবি তুলতে গিয়ে জখম হন এক চিত্রসাংবাদিকও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শবরীমালা মন্দির থেকে কিছু দূরে।

Advertisement

সংবাদ সংস্থা

শবরীমালা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ১০:৩২
Share:

মন্দির চত্বরে পুলিশি প্রহরা। ছবি: পিটিআই।

শবরীমালা মন্দিরের দর্শনে গিয়ে ফের বাধার মুখে পড়লেন এক মহিলা। তাঁকে ঘিরে বিক্ষোভ সামাল দিতে গেলে পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি বেধে যায় ভক্তদের। ছবি তুলতে গিয়ে জখম হন এক চিত্রসাংবাদিকও। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে শবরীমালা মন্দির থেকে কিছু দূরে।

Advertisement

সোমবার থেকেদু’দিনের জন্য শবরীমালা মন্দির খুলেছে। সোমবার থেকেই হাজার হাজার ভক্ত সমাগম হচ্ছে মন্দিরে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছে শয়ে শয়ে পুলিশ এবং সশস্ত্র কম্যান্ডো দিয়ে।কিন্তু তা সত্ত্বেও ১০ থেকে ৫০ বছর বয়সী কোনও মহিলা এখনও পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারেননি।

সোমবার সকালে ২৫ বছরের এক মহিলা তাঁর স্বামী এবং দুই সন্তানকে নিয়ে মন্দির পরিদর্শনে আসেন। কিন্তু বেস ক্যাম্প পাম্বাতেই আটকে দেওয়া হয় তাঁদের। পাম্বা থেকেই তাঁরা সপরিবার ফিরে যান। আর মঙ্গলবার যে মহিলাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ভক্তেরা, তাঁর বয়স ৫২ বছর। নাম ললিতা। কিন্তু প্রথমে ভক্তেরা তা মানতে চাননি। তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আরও উত্তেজিত হয়ে পড়েন ভক্তেরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। বিক্ষোভের খবর করতে যান এক সাংবাদিক। তাঁকেও মারধর করা হয়। পরে ওই মহিলার বয়সের প্রমাণ দিলে ছাড় মেলে। পুলিশ তাঁকে উদ্ধার করে মন্দির পর্যন্ত পৌঁছে দেয়।

Advertisement

সুপ্রিম কোর্টের রায়ের পর থেকেই কার্যত দুর্গের মতোই চেহারা নিয়েছে মন্দির চত্বর। যতবারই মন্দির খোলা হয়, ততবারই নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোনও ঋতুমতী মহিলা মন্দিরে প্রবেশ করতে পারেননি। রাস্তা থেকেই ফিরে যেতে হয়েছে তাঁদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন