মুক্তি পেলেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর সহ মালেগাঁও বিস্ফোরণের ৪ অভিযুক্ত

মুক্তি পেলেন মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত শ্রীদেবী প্রজ্ঞা ঠাকুর, শ্রীকান্ত পুরোহিত ছাড়াও আরও দু’জন। শুক্রবার ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম বা ‘এনআইএ’ এই মামলায় দ্বিতীয় চার্জশিট দিল। যথাযথ তথ্যপ্রমাণ মেলেনি বলে সেই চার্জশিট থেকে ওই চার জনের নাম বাদ দেওয়া হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ১৭:৫৬
Share:

মুক্তি পেলেন মালেগাঁও বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত শ্রীদেবী প্রজ্ঞা ঠাকুর, শ্রীকান্ত পুরোহিত ছাড়াও আরও দু’জন। শুক্রবার ন্যাশনাল ইনভেস্টিগেশন টিম বা ‘এনআইএ’ এই মামলায় দ্বিতীয় চার্জশিট দিল। যথাযথ তথ্যপ্রমাণ মেলেনি বলে সেই চার্জশিট থেকে ওই চার জনের নাম বাদ দেওয়া হয়েছে।

Advertisement

২০০৮-এর ২৯ সেপ্টেম্বর মালেগাঁওয়ের এই ভয়ঙ্কর মোটর বাইক বিস্ফোরণে মারা গিয়েছিলেন সাত জন। সেই সময় বিস্ফোরণে জড়িত থাকার অপরাধে শ্রীদেবী প্রজ্ঞা ঠাকুর, শ্রীকান্ত পুরোহিত-সহ কয়েক জন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন- এ বার মুখ খুললেন পায়েল, ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের সমস্যা প্রবল

Advertisement

প্রথম থেকে এই বিস্ফোরণ কাণ্ডের তদন্ত-ভার ছিল মহারাষ্ট্রের ‘অ্যান্টি টেরর স্কোয়াড’-এর হিম্মত কারকারের হাতে। ২০০৮-এ মুম্বই বিস্ফোরণের ঘটনায় তিনি মারা যান।

তদন্তের গোড়া থেকেই এই বিস্ফোরণে একটি হিন্দুত্ববাদী সং‌স্থার জড়িত থাকার অভিযোগ উঠেছিল। কংগ্রেসের তরফে বলা হয়েছিল, শ্রীদেবী ও শ্রীকান্তই ওই বিস্ফোরণ কাণ্ডের ‘মূল চক্রী’।

আজকের পেশ হওয়া চার্জশিট থেকে যে অভিযুক্তদের নাম বাদ পড়েছে, তার প্রতিবাদ করে এনআইএ এবং কেন্দ্রকেই দুষেছেন কংগ্রেস সাংসদ দিগ্বিজয় সিংহ। এ দিন তিনি বলেন, ‘‘এঁরা এখন হিম্মতজীর রিপোর্টকে ভুল প্রমাণিত করতে চাইছে। আমরা স্পষ্টই জানি, অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে। কিন্তু ওই ঘটনায় শহিদদের প্রতি সকলেরই যথাযথ সম্মান প্রদর্শন করা উচিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement