না! এ ছবি বিমানবন্দরের নয়। অন্য কোনও কারণে তখন রেগে ছিলেন সলমন।— ফাইল চিত্র।
ফের বিতর্কে জড়ালেন সলমন খান। এ বার বিমানবন্দরের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে।
আজ সোমবার সকালে মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল ভাইজানের। কিন্তু নির্ধারিত সময়ের অনেকটা দেরিতে বিমানবন্দরে পৌঁছন তিনি। সে কারণে তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি। আর এতেই মেজাজ হারান সলমন। রেগে গিয়ে বিমানবন্দরের কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। এর পর অবশ্য অন্য বিমানে দিল্লি উড়ে গিয়েছেন সলমন।