Salman Khan

চুরির দায়ে জেলে যাচ্ছেন নকল সলমন

নামে এসে যায়। এসে যায় বলেই ‘সলমন খান’ নামটি ব্যবহার করেই চুরি করে যাচ্ছিল ছেলেটি। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৬ ১২:৫৪
Share:

প্রতীকি ছবি।— সংগৃহীত।

নামে এসে যায়। এসে যায় বলেই ‘সলমন খান’ নামটি ব্যবহার করেই চুরি করে যাচ্ছিল ছেলেটি। তবে শেষ পর্যন্ত ধরা পড়ে গেল সে।

Advertisement

‘দ্য নেমসেক’। এটাই বোধহয় এক্ষেত্রে একমাত্র সত্যি। একজনের বয়স ৫০। ফিল্মি দুনিয়ার ‘ভাইজান’। জেল হাজতে যাওয়ার ইতিহাস তাঁরও আছে। আর এই সলমনের বয়স ২২। মুম্বইয়ের কালিনা রেসিডেন্সের বাসিন্দা। বাণিজ্য নগরীর একটি ফ্ল্যাট ভেঙে প্রায় সাড়ে তিন লক্ষ টাকার সম্পত্তি চুরি করে আপাতত পুলিশের জালে ধরা পড়েছে সে। আপাতত চুরির দায়ে জেলে সেই ‘সলমন খান’।

গত ১ সেপ্টেম্বরের ঘটনা। সলমন এবং তার আরও দুই সঙ্গী সুন্দর নগরের স্প্রিংফিল্ড অ্যাপার্টমেন্টের এক বাসিন্দার ফ্ল্যাট থেকে প্রায় তিন লক্ষ ৬০ হাজার টাকার সোনা, হিরে এবং নগদ টাকা চুরি করে। মাত্র ২০ মিনিটে গোটা অপারেশন শেষ করে তারা। ফ্ল্যাটের মালিক হিতেশ কোটাক থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতেই পুলিশ তদন্ত করে জানতে পারে, সলমনের এবং এবং তার বাকি দুই সঙ্গী অন্য দু’জন বলিউড তারকার নাম ব্যবহার করে। নাম বদল করায় কেউ তাদের আসল নাম জানত না। ফলে বহুদিন ধরে তাদের খোঁজ চালিয়েও কোনও লাভ হয়নি। পুলিশের এক আধিকারিক বললেন, ‘‘এরা আগে থেকে বড় বড় ব্যবসায়ীদের টার্গেট করে নিত। ওরা চুরি করে যে গাড়িটা করে পালিয়েছে তারও খোঁজ চলছে।’’

Advertisement

গত সোমবার সলমনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৮ নভেম্বর পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রাখা হবে। আগামিকাল আদালতে তোলা হবে। তার বাকি দুই সঙ্গীর খোঁজ চলছে।

আরও পড়ুন, বলি সেলেবদের এমন লুকনো ট্যালেন্টের কথা জানতেন?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement