ক্লিন চিট

সলমন খানের নিরাপত্তারক্ষী শেরার বিরুদ্ধে আনা শারীরিক হেনস্থার অভিযোগ মিথ্যে প্রমাণিত হল। ক্লিন চিট পেলেন শেরা। গত ২৫ অক্টোবর শেরার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আত্তর উমর কুরেশি।

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৬ ০৩:২৪
Share:

সলমন খানের নিরাপত্তারক্ষী শেরার বিরুদ্ধে আনা শারীরিক হেনস্থার অভিযোগ মিথ্যে প্রমাণিত হল। ক্লিন চিট পেলেন শেরা। গত ২৫ অক্টোবর শেরার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন আত্তর উমর কুরেশি। বলেছিলেন, ফোনে কুরেশির এক বন্ধুর সঙ্গে বচসার জেরে পিস্তলের বাট দিয়ে মেরে কুরেশির কলার বোন ভেঙে দিয়েছিলেন শেরা। ওই অভিযোগের পরেই শেরাকে আটক করে মুম্বইয়ের ডিএন নগর পুলিশ। তবে থানায় যাওয়ার আগেই এক বিবৃতি দিয়ে শেরা বলেছিলেন, কোনও হাতাহাতি বা মারপিট হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement